ভারত: ২৩৮/৭ (অভিষেক ৮৪, রিঙ্কু ৪৪*, জ্যাকব ডাফি ২৭/২)
নিউজিল্যান্ড: ১৯০/৭ (গ্লেন ফিলিপস ৭৮, চ্যাপম্যান ৩৯, শিবম ২৮/২)
ভারত ৪৮ রানে জয়ী।
বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালোই হল টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জিতলেন সূর্যকুমার যাদবরা। নেপথ্যে অভিষেক শর্মার তাণ্ডব। ভরসা দিলেন ‘ফিনিশার’ রিঙ্কুও। বোলাররা একটু খরুচে হলেও দরকারের সময়ে কাজের কাজটি করে দিয়েছেন। তবে চিন্তা রইল অক্ষর প্যাটেলের চোট নিয়ে। ম্যাচের মাঝে রক্তাক্ত আঙুল নিয়ে মাঠ ছাড়লেন তিনি।
বিদর্ভে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। সম্ভবত ভেবেছিলেন, পরের দিকে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে এই মাঠে যারা প্রথমে ব্যাট করে, তাদের জয়ের দিকে পাল্লা ভারী থাকে। পিচ পরের দিকে স্লো হয়ে যায়। এদিনও কমবেশি সেটাই হয়েছে। যে কারণে সুবিধা পেয়েছেন শিবম দুবে, বরুণ চক্রবর্তীরা।
তবে তারও আগে ছিল অভিষেক শর্মার তাণ্ডব। প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৮৪ করে যান ভারতীয় ওপেনার। ৫টি চারের সঙ্গে ছিল ৮টি ছক্কা। ম্যাচের মোমেন্টাম ওখানেই তৈরি হয়ে যায়। আর যে মেজাজে কিউয়ি বোলারদের বল বাইরে পাঠাচ্ছিলেন, তা সূর্যকুমারকে আশ্বস্ত করবে। অধিনায়ক নিজেও রানে ফেরার চেষ্টা করছেন। ২২ বলে ৩২ রানের ইনিংসটা সূর্যসুলভ না হলেও যে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে আত্মবিশ্বাস জোগাবে। তবে হতাশ করলেন সঞ্জু স্যামসন (১০) ও ঈশান কিষাণ (৮)। একজন চেনা ওপেনিং স্লটে রান করার চেষ্টা করলেন। অন্যজন জাতীয় দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ। যদিও এই সিরিজে ফর্মে ফেরার সুযোগ পাবেন। আর যিনি সুযোগের জন্য হন্যে হয়ে বসে থাকেন, সেই রিঙ্কু আবারও নিজেকে প্রমাণ করলেন। অভিষেকের রানের গতিকে বজায় রেখে ২০ বলে ৪৪ রানের ইনিংস খেলে যান। বিশ্বকাপের দলে তাঁর থাকা নিয়ে কোনও সংশয় থাকা উচিত না। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ২৩৮।
জবাবে অর্শদীপ সিংয়ের বলে ডেভন কনওয়ের উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড। পরের ওভারেই হার্দিক পাণ্ডিয়ার ধাক্কা। তিনি ফেরালেন রাচীন রবীন্দ্রকে। বরুণ চক্রবর্তীর বলে টিম রবিনসনের ফিরতেও বেশিক্ষণ লাগল না। যদিও গ্লেন ফিলিপস (৭৮) একটা মরিয়া চেষ্টা করেছিলেন। মার্ক চ্যাপম্যান বা ড্যারিল মিচেলের সঙ্গে জুটি বেঁধে রান তাড়া চেষ্টা করে যান। তবে ওয়ানডে সিরিজের মতো এবার কাঁটা হয়ে উঠতে পারেননি। শিবমের বলে আউট মিচেল। চ্যাপম্যানকে ফেরালেন বরুণ। আর অক্ষর প্যাটেলের শিকার ফিলিপস। শেষের দিকে দুবের কাছে হ্যাটট্রিকের সুযোগ এসে গিয়েছিল। সেটা না হলেও জিততে অসুবিধা হয়নি। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ১৯০ রানে। ভারত জিতল ৪৮ রানে।
তবে উদ্বেগ রইল অক্ষর প্যাটেলের চোট নিয়ে। মিচেলের একটি শট ধরতে গিয়ে চোট লাগে তাঁর। পরে দেখা যায়, আঙুল কেটে রক্ত ঝরছে। ওভারও শেষ করতে পারেননি। এমনিতেই চোটের জন্য নেই তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর। এবার অক্ষরও ছিটকে গেলে সমস্যায় পড়বেন গৌতম গম্ভীররা। তবে অক্ষরের চোট কতটা গুরুতর, সেটা জানানো হয়নি।
