নিউজিল্যান্ড: ২৩৫/১০ (মিচেল ৮২, জাদেজা ৬৫/৫, সুন্দর ৮১/৪)
ভারত: ৮৬/৪ (শুভমান ৩১*, আজাজ ৩৩/২)
প্রথম দিনের শেষে ভারত পিছিয়ে ১৪৯ রানে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ড ব্যাটিংয়ে ধস নামিয়ে ছিল জাদেজা-সুন্দর জুটি। মাত্র ২৩৫ রানে বন্দি করে দিয়েছিলেন কিউয়িদের। আগের দুটি টেস্টেই ভারতকে বিপাকে ফেলেছিল তারকাখচিত ব্যাটিং। মুম্বই টেস্টে (IND vs NZ) একপ্রকার পরীক্ষা ছিল রোহিত-বিরাটদের। সেখানে ফের ব্যর্থ হলেন রোহিত শর্মা। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলিও। দিনের শেষে চার উইকেট হারিয়ে চাপে ভারত।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেথাম। শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বাংলার পেসার আকাশ দীপ। তার পর ধারাবাহিক ব্যবধানে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। সৌজন্যে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জাদেজা পেলেন ৫টি উইকেট, সুন্দরের শিকার ৪টি। তাঁদের যুগলবন্দিতে নিউজিল্যান্ডের ইনিংস থামল ২৩৫ রানে।
কিন্তু যে সমস্যা আগের দুটি টেস্টে ভারতকে ভুগিয়েছে, সেই আতঙ্ক ফিরল মুম্বইয়েও। ঝোড়ো শুরু করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু দলের ২৫ রানের মাথায় আউট হলেন তিনি। সেখান থেকে পার্টনারশিপ গড়ে তুলেছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। সুইপ খেলতে গিয়ে ফিরে গেলেন যশস্বী। নাইট ওয়াচম্যান হিসেবে নামা মহম্মদ সিরাজ ফিরে গেলেন পরের বলেই। সেই সঙ্গে নষ্ট করলেন একটি রিভিউও। দিনের শেষে ব্যাট হাতে নামা বিরাটের দিকেই তাকিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তিনি রান আউট হলেন। প্রথম দিনের শেষে ভারতের রান ৮৬ রানে ৪ উইকেট। অপরাজিত আছেন শুভমান গিল ও ঋষভ পন্থ। ভারত পিছিয়ে আছে ১৪৯ রানে।