সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে যথেষ্ট সফল সঞ্জু। তিনটে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু সেটা ছিল ‘পার্টটাইম’। ওপেনিংয়ের জায়গাটা ছেড়ে দিতে হয়েছে সহ-অধিনায়ক শুভমান গিলকে। আর হয়তো শুরুর দিকে জায়গা পাওয়া হবেও না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক সূর্যকুমার যাদব সেটা জানিয়ে গেলেন। অন্যদিকে রিঙ্কু কেন দলে সুযোগ পেলেন না, সেটার সরাসরি কোনও উত্তরই দিলেন না 'স্কাই'।
মঙ্গলবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। চোট সারিয়ে গিল ও হার্দিক, দুজনেই ফিরছেন। সূর্য বলে গেলেন, "গিল ও হার্দিক দুজনেই ফিট। এশিয়া কাপে গিল ওপেন করেছে। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর কাছে। আর যদি সঞ্জুর কথা বলতে হয়, তাহলে বলব ও আগে উপরের দিকে ব্যাট করেছে। কিন্তু ব্যাপারটা হল, আমাদের দলে ওপেনার ছাড়া বাকি সব জায়গায় অদলবদল হতে পারে। সঞ্জু ওপেনে ভালো খেলেছে ঠিকই, কিন্তু গিল তো ওর আগে ওপেনই করত। আমরা সঞ্জুকে অনেক সুযোগ দিয়েছি। ও এখন যে কোনও জায়গায় ব্যাট করার জন্য তৈরি। সেটা দেখে ভালোই লাগে। আমাদের সব ব্যাটারই তিন থেকে ছয়, যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। আমি ব্যাটারদের বলে দিয়েছি, যে কোনও জায়গায় ব্যাট করতে হবে।"
'ফিনিশার' রিঙ্কুকে নিয়ে অবশ্য সোজাসুজি উত্তর দিলেন না। বরং 'ঘুরিয়ে নাক' দেখালেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, টি-টোয়েন্টিতে রিঙ্কু কেন কম সুযোগ পান? সূর্য নিয়ে এলেন শিবম দুবের প্রসঙ্গ। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, "আমাদের কাছে হার্দিক ও দুবে, দু'জন অলরাউন্ডার আছে। তাই একজন অলরাউন্ডারের সঙ্গে একজন ফিনিশারের তুলনা চলে না। আগেও বলেছি, আমাদের দলে তিন থেকে সাত, সবাই সব জায়গায় ব্যাট করতে পারে। আর আমাদের দল কেমন হবে, সেটা তো এখানে প্রকাশ করব না। সে যাই হোক না কেন, আমাদের দল শক্তিশালী। তাতে আমি খুশি।"
দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ড সিরিজ। তারপরই বিশ্বকাপ। তার প্রস্তুতি কতদূর? সূর্য ফিরে গেলেন দেড় বছর আগে। তিনি জানালেন, ২০২৪-র বিশ্বকাপ জেতার পর থেকেই ২০২৬-র বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেটা এখনও চলছে। এটা ঠিক যে, টি-টোয়েন্টিতে ভারত কার্যত অপ্রতিরোধ্য। তবে দল নিয়ে গম্ভীরের পরীক্ষানিরীক্ষা এখনও চলছে। অন্যদিকে ওয়ানডে সিরিজে স্লোওভার রেটের জন্য ভারতের ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
