সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেম্বা বাভুমাকে 'বামন' বলে ইট ছুড়েছিলেন জশপ্রীত বুমরাহ। পাটকেল এল প্রোটিয়া অধিনায়কের ব্যাট থেকে। ইডেন টেস্টে একটা মাত্র হাফসেঞ্চুরি এসেছে। সেটা এসেছে বাভুমার ব্যাট থেকেই। পাশাপাশি অক্ষর প্যাটেলের অসাধারণ ক্যাচও ধরলেন। মোট কথা, বাভুমার 'ছোট্ট হাতেই' বন্দি হয়ে গেল ভারত। আর সব শেষে 'বামন' বিতর্কের জবাবও দিলেন।
দ্বিতীয় দিনে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার লিড টেনেটুনে ৮০-৯০ পর্যন্ত গড়াতে পারে। বড়জোর ১০০। কিন্তু অধিনায়ক টেম্বা বাভুমার অদম্য লড়াই সেই লিডটাকেই টেনে নিয়ে গেল ১২৩ রানে। লড়াই দিয়ে তারা বুঝিয়ে দিল, কেন দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন। আর বাভুমা কেন এই দলটার অধিনায়ক। যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে ৫৫ রান তুললেন, তা রীতিমতো শিক্ষণীয়। বিশেষ করে ‘স্পিন দুর্বল’ ভারতের তরুণ প্রজন্মের তো অবশ্যই দেখা উচিত। ভারতের হয়ে শেষদিকে মরিয়া চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল। ১৭ বলে ২৬ রানে পালটা লড়াই করেন। কেশব মহারাজের বলে বাভুমার হাতে বন্দি হন তিনি। পিছন দিকে ছুটে ক্যাচ ধরেন বাভুমা।
ইডেন টেস্ট জয়ের পর বাভুমা বলে গেলেন, "অক্ষরের ক্যাচটা সহজ ছিল না। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। অক্ষর ম্যাচের গতি বদলে দিচ্ছিল। ভাগ্য ভালো যে, ও ভুল করে। আর আমিও এই ছোট্ট হাতে ক্যাচটা ধরে ফেলি।" ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ইডেনে প্রথম দিনে বুমরাহর একটি বল বাভুমার প্যাডে লাগতেই এলবিডব্লিউ’র আবেদন করেন বুমরাহ। আম্পায়ার অবশ্য আউট দেননি। ডিআরএস নেবেন কি না, তা নিয়ে পন্থের সঙ্গে আলোচনা করছিলেন তারকা পেসার। স্টাম্প-মাইকে ধরা পড়ে বাভুমার উদ্দেশে বুমরাহ বলছেন, “বউনা ভি হ্যায়…”। ‘বউনা’ শব্দের অর্থ বামন। যা নিয়ে বিতর্ক হয়। 'ছোট্ট হাতে' ক্যাচ ধরে সেটারই যেন জবাব দিলেন বাভুমা।
রবিবার ম্যাচ হারের পর দেখা গেল বাভুমাকে জড়িয়ে ধরে বুমরাহ হাসিমুখে কথা বলছেন। অনেকে মনে করছেন, এটা 'ড্যামেজ কন্ট্রোলে'র চেষ্টা। আবার অনেকে মজা করে বলছেন, 'বামন' বলে কটাক্ষ করাতেই বাভুমা এত তেড়েফুঁড়ে খেলেছেন। এই বিতর্কে শেষ পেরেকটা পুঁতে দিলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তিনি জানিয়ে গেলেন, "উচ্চতা কম হতে পারে, বাভুমার হৃদয়টা বড়।" ঠিক যেন আফ্রিকার সিংহ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করেছিলেন। এবার ভারতের মাটিতে ভারতকেই বেসামাল করে দিলেন।
