shono
Advertisement
Under 19 Asia Cup

পাকিস্তানের বিরুদ্ধে ফের ২২ গজে বৈভব-আয়ুষরা, এবার জিতলে ভারতকে ট্রফি দেবেন নকভি?

চ্যাম্পিয়ন হলেও ভারতের হাতে ট্রফি তুলে দেননি এসিসি প্রধান মহসিন নকভি।
Published By: Anwesha AdhikaryPosted: 01:51 PM Nov 28, 2025Updated: 02:22 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরেছে ভারত। হারতে হয়েছে পাকিস্তানের বিরুদ্ধেও। তবে সেসবের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ এল ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াডের কাছে। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (Under 19 Asia Cup)। শুক্রবার সেই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। উল্লেখ্য, সিনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ভারতের হাতে ট্রফি তুলে দেননি এসিসি প্রধান মহসিন নকভি। সেই বিতর্কের মধ্যেই এশিয়া কাপে খেলবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। 

Advertisement

আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তানও। আগামী ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। উল্লেখ্য, সদ্যসমাপ্ত রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বৈভব সূর্যবংশীদের দল। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারত। টুর্নামেন্ট জিতে যায় পাকিস্তান।

ব্যর্থতা ভুলে এবার এশিয়া কাপ অভিযানে নামছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। শুক্রবার টুর্নামেন্টের দল ঘোষণা হয়েছে। ভারতকে নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়া আয়ুষ মাত্রে। দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশীও। আগামী ১২ ডিসেম্বর অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দিনেই খেলতে নামবে ভারত। কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলের বিরুদ্ধে খেলবে বৈভবরা। তবে টি-২০ নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। ২১ ডিসেম্বর খেলা হবে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল। 

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের স্কোয়াড: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহঅধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, হরবংশ সিং, যুবরাজ গোহিল, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, নমন পুষ্পক, ডি. দীপেশ, হেনিল প্যাটেল, কিশান কুমার সিং, উদ্ধব মোহন, অ্যারন জর্জ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ।
  • ব্যর্থতা ভুলে এবার এশিয়া কাপ অভিযানে নামছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। শুক্রবার টুর্নামেন্টের দল ঘোষণা হয়েছে।
  • টি-২০ নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। ২১ ডিসেম্বর খেলা হবে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল। 
Advertisement