shono
Advertisement
Washington Sundar

খুদে ভক্তের সেলফির আবদারেও বিরক্ত ভারতীয় ক্রিকেটার! 'এত অহংকার কীসের?' খোঁচা নেটপাড়ার

'ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনকেও সম্মান করা উচিত', পাশেও দাঁড়াচ্ছেন অনেকে।
Published By: Arpan DasPosted: 10:54 AM Jan 03, 2026Updated: 10:54 AM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ক্রিকেট ধর্মের মতো। ক্রিকেটারদের রীতিমতো পূজা করা হয়। তারকারা যেখানেই যান, সেখানে ঘিরে ধরেন ভক্তরা। অটোগ্রাফ বা সেলফির আবদারও পূরণ করতে হয় তাঁদের। কিন্তু এটাও ঠিক যে, তাতে অনেক সময় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন প্রশ্নের মুখে পড়ে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দরের সঙ্গে যা ঘটল, তাতে সেই প্রশ্ন ফের উঠছে। আবার অনেকের বক্তব্য, সুন্দরেরই বা এত অহংকার কীসের?

Advertisement

ঠিক কী ঘটল ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে? ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, সুন্দরকে দেখে ঘিরে ধরেন একদল ভক্ত। প্রত্যেকেরই দাবি, সেলফি তুলতে হবে। এক খুদে ভক্তও ছিল সেখানে। তবে সুন্দর সেই আবদারে পাত্তা দেননি। তিনি যত তাঁদেরকে এড়ানোর চেষ্টা করছিলেন, তত তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। একটা সময় তিনি কার্যত উলটো দিকে হাঁটা শুরু করেন। তিনি যে বিরক্ত, তা চোখেমুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

এই ঘটনা নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। একদলের বক্তব্য, ক্রিকেটারদের ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া উচিত। সব সময় তাঁদের অনুসরণ করা বা সেলফির জন্য ঘিরে ধরা ঠিক নয়। অনেকে বলছেন, 'হতেই পারে ওই সময় সুন্দরের মনখারাপ ছিল।' তবে আরেক পক্ষের বক্তব্য, রোহিত শর্মা, বিরাট কোহলি বা হার্দিক পাণ্ডিয়ারা তো এরকম করেন না। তাঁদের থেকে সুন্দরের শেখা উচিত। কয়েকজনের সঙ্গে সেলফি তুললে এমন কিছু ক্ষতি হত না। এত অহংকার কীসের সুন্দরের?

উল্লেখ্য, ভারতের হয়ে ১৭টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ানডে দলে ডাক পেতে পারেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতে ক্রিকেট ধর্মের মতো। ক্রিকেটারদের রীতিমতো পূজা করা হয়।
  • তারকারা যেখানেই যান, সেখানে ঘিরে ধরেন ভক্তরা। অটোগ্রাফ বা সেলফির আবদারও পূরণ করতে হয় তাঁদের।
  • কিন্তু এটাও ঠিক যে, তাতে অনেক সময় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন প্রশ্নের মুখে পড়ে।
Advertisement