সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা দল। এরপর দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার কথা থাকলেও তা বাতিল হয়েছে। আগামী মাসে নতুন সিরিজ খেলবে 'উইমেন ইন ব্লু'। শুক্রবার সেই সূচি ঘোষণা করেছে বিসিসিআই।
আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবেন হরমনপ্রীতরা। ২১-৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে সিরিজ। প্রথম দু'টি ম্যাচ হবে বিশাখাপত্তনমে। বাকি তিন ম্যাচ তিরুঅনন্তপুরমে। ম্যাচগুলি রয়েছে ২১, ২৩, ২৬, ২৮, ৩০ ডিসেম্বর।
এই সময়ের মধ্যে ভারতীয় মহিলা দলের খেলার কথা ছিল বাংলাদেশের বিরুদ্ধে। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কারণে সেই সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। ২০১৬ সালের পর শ্রীলঙ্কা ভারতে টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসতে চলেছে। আগের সিরিজে ভারত ৩-০ ব্যবধানে জিতেছিল। চলতি বছর জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। ৩-২ জিতেছিলেন স্মৃতি মন্ধানারা।
উল্লেখ্য, ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলাম সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। নিলামের দিনেই ডব্লিউপিএলের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লিউপিএল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডব্লিউপিএল মেগা নিলামে উদ্বোধনী ভাষণের পর দিনক্ষণ ঘোষণা করেন ডব্লিউপিএল চেয়ারম্যান জয়েশ জর্জ। এর একদিন পেরতে না পেরতে বিসিসিআই ঘোষণা করে দিল মহিলা দলের আন্তর্জাতিক সূচি।
