সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছিল ভারত। এবার ফাইনাল জিতে দেশকে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা। নেপালকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে দৃষ্টিহীনদের বিশ্বকাপ (Blind Women’s T20 World Cup) চ্যাম্পিয়ন হল 'উইমেন ইন ব্লু'।
কলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল নেপাল। সেই নেপালের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। হরমনপ্রীতদের ট্রফি জয়ের ২১ দিনের মধ্যে ফের বিশ্বজয়ের তাজ উঠল ভারতীয় মেয়েদের মাথায়। প্রথমবার আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। যা স্মরণীয় করে রাখল ভারতীয় দল।
রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক টিসি দীপিকা। ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রানের বেশি তুলতে পারেনি নেপাল। ভারতের যমুনা রানি টুডু ও অণু কুমারীর শিকার ১ উইকেট। জবাবে মাত্র ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলের সর্বোচ্চ রান করেন ফুলা সারেন। তাঁর করা ২৭ বলে অপরাজিত ৪৪ রানই টার্নিং পয়েন্ট। কে করুণা করেন ২৭ বলে ৪২ রান।
উল্লেখ্য, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ ১১ নভেম্বর দিল্লিতে শুরু হয়েছিল। বেঙ্গালুরুতেও কিছু ম্যাচ হয়। এরপর নকআউট পর্বের খেলা স্থানান্তরিত হয় কলম্বোয়। কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, দিল্লি, অসম, বিহার – এই ন’টি রাজ্য থেকে মোট ১৬ জন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। স্কুল শিক্ষক, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন, কমিউনিটি ক্যাম্পের মাধ্যমে তাঁদের ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় দলের ম্যানেজার শিখা শেঠি বলেন, “বেশিরভাগ খেলোয়াড় গ্রামীণ পটভূমি থেকে উঠে এসেছেন। ভাষাটা একটা সমস্যা ছিল। তাছাড়াও সমাজিক বাধা তো ছিলই। কিন্তু সব কিছুকে জয় করে ওরা খেলছে শুধু নয়, দেশকেও গর্বিত করছে।”
India women team won blind world cup by beating Nepal with 7 wickets @BCCI @BCCIWomen @ImHarmanpreet pic.twitter.com/cTaEZ2X7zQ
— vipul kashyap (@kashyapvipul) November 23, 2025
