shono
Advertisement
Parth Jindal

সঞ্জুকে লক্ষ্য করে 'আউট হ্যায়' চিৎকার, সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পার্থ জিন্দাল

নতুন করে বিতর্কে জড়ালেন পার্থ জিন্দাল।
Published By: Krishanu MazumderPosted: 01:51 PM May 08, 2024Updated: 03:58 PM May 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মেজাজ হারিয়েছেন অধিনায়ক, প্রেস কনফারেন্সে সরব হয়েছেন, এমন ঘটনা নতুন নয়। আইপিএলে (IPL 2024) একাধিকবার দেখা গিয়েছে এমন ছবি।  কিন্তু দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ম্যাচে দিল্লির কো-ওনার পার্থ জিন্দাল (Parth Jindal) যা করলেন, তা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে সোশাল মিডিয়ায়। তাঁকে কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে।
ঠিক কী ঘটেছিল? দিল্লির বড় রান তাড়া করতে নেমে একসময়ে ঠিকঠাকই এগোচ্ছিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) আউট হতেই ছন্দপতন ঘটে। তাঁর আউট নিয়ে শুরু হয় বিতর্ক। তাঁর ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইন কি ছুঁয়েছিল শাই হোপের পা? টিভিতে দীর্ঘক্ষণ দেখার পরে থার্ড আম্পায়ার সঞ্জুকে আউট দেন। সিদ্ধান্তে খুশি হননি সঞ্জু। অসন্তোষ প্রকাশ করেন তিনি। এই সময়ে ক্যামেরা দিল্লির কো-ওনার পার্থ জিন্দালকে ধরে। আগ্রাসী শারীরিক ভাষায় আঙুল তুলে পার্থ জিন্দালকে বলতে দেখা গিয়েছে, ''তুমি আউট, আউট হ্যায়, আউট হ্যায়।'' 

Advertisement

[আরও পড়ুন: খোঁজ মিলল মেক্সিকো বিশ্বকাপে পাওয়া মারাদোনার সোনার বলের, এবার উঠছে নিলামে]


পার্থ জিন্দালের এমন প্রতিক্রিয়া কিন্তু ভালো ভাবে নেয়নি সোশাল মিডিয়া। ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানান। মনোজ তিওয়ারি নামে এক সাংবাদিক কড়া ভাষায় লিখেছেন, ''আইপিএল কমিটির সবার আগে নির্বাসিত করা উচিত পার্থ জিন্দালকে। নির্বোধ প্রকৃতির মানুষ এই পার্থ জিন্দাল।'' 


হামজা শেখ নামের আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''বিসিসিআই-এর উচিত জিন্দালকে স্টেডিয়ামে আসতে না দেওয়া। সুন্দর খেলাটার জন্য তৈরি নয় এই ধরনের মানুষ। এই ভাঁড়কে নির্বাসিত করার জন্য অনুরোধ করছি বিসিসিআই-কে।''
আর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ''মোস্ট পাঞ্চেবল ফেস ইন আইপিএল রাইট নাও। পার্থ জিন্দাল।''

[আরও পড়ুন: বিতর্কিত আউটের পরই শাস্তির মুখে সঞ্জু, আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মেজাজ হারিয়েছেন অধিনায়ক, প্রেস কনফারেন্সে সরব হয়েছেন, এমন ঘটনা নতুন নয়।
  • আইপিএলে একাধিকবার দেখা গিয়েছে এমন ছবি। 
  • কিন্তু দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ম্যাচে দিল্লির কো-ওনার পার্থ জিন্দাল যা করলেন, তা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement