shono
Advertisement
KKR

'দর্শক তো এরকম ম্যাচই দেখতে চায়', পিচ বিতর্কে সুজনের পাশে সিএবি সভাপতি স্নেহাশিস

'গতবারও তো এই পিচ ছিল', স্পষ্ট বক্তব্য স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের।
Published By: Arpan DasPosted: 03:14 PM Apr 09, 2025Updated: 03:14 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিচ বিতর্কে উত্তাল ইডেন। ম্যাচ হারার পর নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে একরাশ তোপ দেগে যান। সোজাসুজি নিশানা করেছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। আবার সুজন পালটা খোঁচা দিয়ে বলেছেন, মানুষই বিচার করবেন পিচ কেমন হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর সাফ বক্তব্য, ইডেনের পিচ অসাধারণ। এই মাঠে এক ম্যাচে ৪৭০-র উপর রান ওঠা, সেটাই প্রমাণ করে।

Advertisement

মঙ্গলবার ইডেনে লখনউয়ের কাছে ৪ রানে হেরেছে নাইট রাইডার্স। প্রথম ব্যাট করে ঋষভ পন্থরা করেন ২৩৮ রান। তবে কেকেআর থেমে যায় ২৩৪ রানে। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৪৭২ রানে। কিন্তু ম্যাচের পর রাহানে বলে যান, "আমি যদি পিচ নিয়ে কিছু বলি সেটা নিয়ে বিরাট বিতর্ক হবে। আসলে ইডেনের পিচ কিউরেটর প্রচারে থাকতে পছন্দ করেন।"

সেই বিষয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রেভস্পোর্টসকে বলেন, "একটা টি-টোয়েন্টি ম্যাচ, সেটা আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, লোকে কেন দেখবে? দারুণ ব্যাটিং হবে, দুর্দান্ত কিছু ছয় দেখা যাবে- সেটাই তো টি-টোয়েন্টি ম্যাচকে উপভোগ্য করে তোলে। এই মানসিকতা নিয়েই সবাই টি-টোয়েন্টি দেখে। কেকেআর এখানে ১৮ বছর খেলছে। গতবার ৭টার মধ্যে পাঁচটা হোম ম্যাচ জিতেছে। গতবারও তো একই পিচ ছিল।"

কিন্তু রাহানে যে তোপ দাগলেন? সেই নিয়ে স্নেহাশিস বলছেন, "আমি সাংবাদিক সম্মেলনে ছিলাম না। আমার সামনেও এই নিয়ে কোনও কথা হয়নি। ফলে শোনা কথা নিয়ে আমি মন্তব্য করব না। কিন্তু গত তিন ম্যাচে এখানে খুব ভালো ব্যাটিং দেখা গিয়েছে। লখনউ ম্যাচও সবাই উপভোগ করেছে।" তাঁর স্পষ্ট কথা, সিএবির তরফ থেকে সুজন মুখোপাধ্যায়কে পিচ নিয়ে কোনও পরামর্শ দেওয়া হয় না। তিনি জানান, "আমাদের পিচ কিউরেটর যথেষ্ট অভিজ্ঞ। বিগত সময়ে আমরা একাধিকবার সেরা মাঠের পুরস্কার পেয়েছি। আমরা কেন এতে নাক গলাব? রাহানে কী বলেছে আমি জানি না। যদি সিএবি'কে নিয়ে বলে থাকে, তাহলে ভাবব এই নিয়ে মন্তব্য করব কি করব না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিচ বিতর্কে উত্তাল ইডেন। এমনকী ম্যাচ হারার পর নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে একরাশ তোপ দেগে গেলেন।
  • সোজাসুজি নিশানা করেছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে।
  • এবার এই বিষয়ে মুখ খুললেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
Advertisement