shono
Advertisement
Stephen Fleming

'আমরা শেষে থাকারই যোগ্য', রাজস্থানের কাছে হেরে স্বীকারোক্তি ধোনির দলের কোচের

চেন্নাইয়ের শেষ ম্যাচ গুজরাটের বিরুদ্ধে।
Published By: Arpan DasPosted: 01:32 PM May 21, 2025Updated: 02:58 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলটা (IPL 2025) একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। এখনও একম্যাচ বাকি। কিন্তু লিগ টেবিলের তলানিতে পড়ে রয়েছে ধোনির দল। মঙ্গলবার রাজস্থানকে উড়িয়ে অন্তত একধাপ ওঠার সুযোগ ছিল। সেই কাজেও ব্যর্থ চেন্নাই। তারপর কোচ স্টিফেন ফ্লেমিং স্বীকার করে নিলেন, এবার তাঁরা যে ক্রিকেটটা খেলেছেন, তাতে তাঁরা তলানিতে থাকারই যোগ্য।

Advertisement

রাজস্থানের বিরুদ্ধে ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে চেন্নাই। আবারও ব্যর্থ হয়েছে মিডল অর্ডার। রান পাননি ধোনি-জাদেজারাও। আবার বোলিংয়েও দেদার রান বিলিয়েছেন খলিল আহমেদ-অশ্বিনরা। সব মিলিয়ে গোটা মরশুমটাই ভুলে যেতে চাইবে সিএসকে। চেন্নাইয়ের শেষ ম্যাচ লিগের শীর্ষে থাকা গুজরাটের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেও পদোন্নতি হবে না সিএসকে'র। 

ম্যাচের পর চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) বলেন, "লিগের শেষে থাকাটা একেবারেই ভালো কথা নয়। আমরা আরও ভালো খেলতে চেয়েছিলাম। শেষ দু'ম্যাচে আরও ভালো করা উচিত ছিল। এখন আমাদের কাছে একটাই ম্যাচ আছে। সেটায় ভালো কিছু করতে হবে। আসলে আমরা শেষে থাকারই যোগ্য। এবার আমরা যে ক্রিকেটটা খেলেছি, তাতে এই সত্যিটা থেকে পালানোর উপায় নেই।"

কিন্তু কোথায় গন্ডগোল হল? ফ্লেমিং (Stephen Fleming) বলছেন, "আমাদের ব্যাটিং অর্ডার ঠিক ছিল না। সেই কারণেই বারবার তাতে বদল আনতে হয়েছে। পরের বছরের জন্য কিছু পরিকল্পনা রয়েছে। কিন্তু সেটা এবছর করা যায়নি কারণ টপ অর্ডার রান করতে পারেনি। ইনিংসের শুরুটা ভালো হলে বাকিরা কে কোথায় ব্যাট করবে ঠিক করা যায়। সেটা আমাদের হয়নি। আমাদের শুধু সেই ফাঁকফোকরগুলো ঠিক করতেই সময় চলে গিয়েছে। ভালো ইনিংস আর খেলা হয়নি।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি আইপিএলটা একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। এখনও একম্যাচ বাকি।
  • কিন্তু লিগ টেবিলের তলানিতে পড়ে রয়েছে ধোনির দল।
  • মঙ্গলবার রাজস্থানকে উড়িয়ে অন্তত একধাপ ওঠার সুযোগ ছিল। সেই কাজেও ব্যর্থ চেন্নাই।
Advertisement