shono
Advertisement
IPL 2025

ইডেনে টসে জিতে বল করার সিদ্ধান্ত রাহানের, পন্থদের বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশে এক বদল

ইডেনে মহারণে মুখোমুখি নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস।
Published By: Arpan DasPosted: 03:09 PM Apr 08, 2025Updated: 03:33 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে মহারণে মুখোমুখি নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। যেখানে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে কেকেআরে একটি বদল থাকছে। মইন আলির জায়গায় খেলবেন স্পেন্সর জনসন। অন্যদিকে ঋষভ পন্থদের প্রথম একাদশ অপরিবর্তিত। 

Advertisement

সাধারণত ইডেনে টসে জিতলে বল করার সিদ্ধান্তই নেন অধিনায়করা। রাহানের ক্ষেত্রেও বদল ঘটল না। টসে জিতে তিনি জানালেন, যেহেতু মাঠের একটি দিক ছোট, তাই রান তাড়া করবেন। কেকেআরের ওপেনিং জুটি এখনও সাফল্য পায়নি। রাহানে অবশ্য সেসব নিয়ে ভাবতে রাজি নন। তিনি জানালেন, "অনেকে অনেক কথাই বলবেন। কিন্তু কুইনি (কুইন্টন ডি'কক) ও সুনীল (নারাইন) ম্যাচ জেতাতে পারে। আমরা সেসব নিয়ে ভাবছি না।"

লখনউ আগের ম্যাচেই পাঞ্জাবকে হারিয়ে এসেছে। তবে এখনও চেনা ছন্দের ধারেকাছে নেই ঋষভ পন্থ। ২৭ কোটির তারকা এখনও পর্যন্ত ২৭ রানও করতে পারেননি। লখনউ আগের ম্যাচেই পাঞ্জাবকে হারিয়ে এসেছে। তবে এখনও চেনা ছন্দের ধারেকাছে নেই ঋষভ পন্থ। ২৭ কোটির তারকা এখনও পর্যন্ত ২৭ রানও করতে পারেননি। তাঁর দল দুটি জিতেছে, দুটি হেরেছে। যা নিয়ে পন্থের বক্তব্য, "খুশি বলব না। কিন্তু অতীত নিয়ে ভাবতে রাজি নই। আমরা সামনের দিকে এগোতে চাই। তবে অধিনায়ক হিসেবে চাইব দল জিতুক।"

এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে কেকেআর ও এলএসজি। সেখানে নাইটরা জিতেছে ২বার। এলএসজি জিতেছে ৩ বার। তবে শেষ দুটি সাক্ষাতেই জিতেছে কেকেআর। ইডেনে ২টি ম্যাচে দুটি দলই একবার করে জিতেছে। এবার কি নাইটদের পক্ষে পরিসংখ্যান বদলাবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে মহারণে মুখোমুখি নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস।
  • যেখানে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে কেকেআরে একটি বদল থাকছে।
  • মইন আলির জায়গায় খেলবেন স্পেন্সর জনসন। অন্যদিকে ঋষভ পন্থদের প্রথম একাদশ অপরিবর্তিত। 
Advertisement