সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে একেবারেই রানের মধ্যে নেই রোহিত শর্মা। তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। আন্তর্জাতিক ক্রিকেটেও রানের অবস্থা কখনও মেঘ, কখনও বৃষ্টি। তাহলে কি এবার অবসরের পথে হাঁটা উচিত হিটম্যানের? একই ভাবে চর্চা চলছে বিরাট কোহলিকে নিয়েও। কারও নাম না করে সেই বিষয়ে মন্তব্য করলেন নাইট রাইডার্সের ক্রিকেটার মইন আলি। তাঁর মতে, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও খেলতে পারেন ভারতীয় তারকারা, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে এবার তাঁদের ভেবে দেখা উচিত।

চলতি আইপিএলে ৪ ম্যাচে মাত্র ৩৮ রান করেছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুরন্ত ইনিংস খেলেছিলেন রোহিত। কিন্তু তার বাইরে সেভাবে দাগ কাটতে পারেননি। আবার গোটা টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে ব্যর্থ হন বিরাট। দুজনের ভবিষ্যৎ নিয়েও চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে সবচেয়ে বেশি চর্চায় রোহিতই। তার মধ্যেই ভারতের তারকাদের নিয়ে বড়সড় মন্তব্য করলেন কেকেআর তারকা।
কারও নাম না করে মইন আলির সাফ বক্তব্য, "ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একরকম। সেগুলো ফ্র্যাঞ্চাইজি মালিকানায় চলে। যদি ফ্র্যাঞ্চাইজি চায়, তাহলে যতদিন খুশি খেলতে পারো। কিন্তু যখন তুমি দেশের হয়ে টেস্ট বা ওয়ানডেতে খেলছ, তখন আয়নায় নিজেকে দেখা উচিত। আমি হয়তো এখনও ইংল্যান্ডের হয়ে খেলতে পারি। কিন্তু ইংল্যান্ড দল তো কোনও ফ্র্যাঞ্চাইজি নয়। অনেক নতুন প্রতিভাও উঠে আসবে, তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি।"
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলছেন, "আমার মতে, তুমি যতবড় নামই হও না কেন বা তুমি যতই জনপ্রিয় হও না কেন, জায়গা আটকে রেখো না। ব্যক্তিগত লক্ষ্য কখনই যেন বড় না হয়। সেটা অনেকটা স্বার্থপরের মতো হয়ে যাবে। একটু বাস্তবসম্মত ভাবে ভাবা উচিত। অনেক নতুন প্লেয়ারই হয়তো তোমার থেকে ভালো খেলছে। এবার নিজের কাছে সৎ হওয়া উচিত।"