shono
Advertisement
RCB

কভি খুশি, কভি গম! প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে নজির পাতিদারের, গুনতে হবে জরিমানাও

কী রেকর্ড গড়লেন আরসিবি অধিনায়ক?
Published By: Arpan DasPosted: 03:57 PM Apr 08, 2025Updated: 03:57 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বিরুদ্ধে ইতিহাস গড়ে জয়। প্রশংসার বন্যায় ভাসছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তিনি নিজে ৩২ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ম্যাচের সেরাও হন। সেই সঙ্গে অভিনব রেকর্ড গড়লেন পাতিদার। আবার ম্যাচ শেষে স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুনতে হবে আরসিবি অধিনায়ককে।

Advertisement

আগে পাতিদারের কীর্তির কথা বলা যাক। ৫টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল ইনিংস। প্রথম ইনিংসে ব্যাট করে ২২১ রান করে আরসিবি। জবাবে ২১১ রানে থেমে যায় মুম্বই। ১০ বছর পর ওয়াংখেড়েতে জয় পেল বেঙ্গালুরু। আর আগে চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল পাতিদারের দল। সেখানে ৩১ বলে ৫২ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। আর পাতিদারই প্রথম অধিনায়ক যিনি মুম্বই ও চেন্নাই, দুই দলের ডেরায় গিয়ে ম্যাচের সেরা হলেন।

এখানেই শেষ নয়। আইপিএলের প্রথম ম্যাচে ইডেনে নাইট রাইডার্সকে হারিয়েছিল। অর্থাৎ একই মরশুমে মুম্বই, কেকেআর ও সিএসকে তিন দলের মাঠের গিয়ে জয় পেলেন তিনি। এই 'ট্রেবলে'র কৃতিত্ব আর কোনও ভারতীয় অধিনায়কের নেই। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ২০১২ সালে অজি ক্রিকেটার ডেভিড হাসি এই নজির গড়েছিলেন।

তবে ইতিহাস গড়েও শাস্তির মুখে পড়তে হল আরসিবি অধিনায়ককে। স্লো ওভার রেটের জন্য বড়সড় জরিমানা করেছে বিসিসিআই। আইপিএলের আচরণবিধির অধীনে ২.২ ধারায় শাস্তি পেতে হবে তাঁকে। তবে যেহেতু এটা তাঁর প্রথম অপরাধ, তাই ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে পাতিদারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ের বিরুদ্ধে ইতিহাস গড়ে জয়। প্রশংসার বন্যায় ভাসছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।
  • তিনি নিজে ৩২ বলে ৬৪ রানে বিধ্বংসী ইনিংস খেলেন। ম্যাচের সেরাও হন।
  • সেই সঙ্গে অভিনব রেকর্ড গড়লেন পাতিদার। আবার ম্যাচ শেষে স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুনতে হবে আরসিবি অধিনায়ক।
Advertisement