সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হচ্ছিল, এই ম্যাচ ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের লড়াই। একদিকে ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী, অন্যদিকে ৪৩ বছরের 'চিরতরুণ' মহেন্দ্র সিং ধোনি। সেখানে জয় পেল বৈভবের দলই। আর ম্যাচ শেষে ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভবের। যা দেখে নেটিজেনরা বলছেন, 'এটাই ভারতীয় সংস্কৃতি'।
ধোনি ভারতীয় ক্রিকেটের মহীরুহ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর সম্মানে কোথাও টাল খায়নি। আজও তিনি আইপিএলে যে স্টেডিয়ামেই নামুন না কেন, 'ইয়েলো আর্মি'তে গ্যালারি ভরে যায়। অন্যদিকে ধূমকেতুর মতো উঠে এসেছে বৈভব। ১৪ বছর বয়সেই আইপিএলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থানের নিয়মরক্ষার ম্যাচেও সেই নায়ক। ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে সে।
কিন্তু ম্যাচের পর বৈভব যেটা করল, তা দেখে মুগ্ধ ক্রিকেটদুনিয়া। সব প্লেয়াররাই একে-অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সেখানে মুখোমুখি ধোনি ও বৈভব। না, শুধু হাত মেলানো নয়। ধোনির পা ছুঁয়ে প্রণাম করে রাজস্থানের ব্যাটার। ধোনিও তাঁর পিঠে আলতো হাত ছুঁইয়ে যেন বলে দিলেন, আশীর্বাদ সবসময় সঙ্গে আছে। এই দৃশ্য দেখে বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। বলা হচ্ছে, 'এটাই ভারতীয় সংস্কৃতি' বা 'এভাবেই গুরুদক্ষিণা দিতে হয়'।
এর আগে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও প্রণাম করেছিল বৈভব। বিহারের প্রাক্তন অধিনায়ক আশুতোষ আমন বলেছিলেন, ধোনি ঝাড়খণ্ড ক্রিকেটের জন্য যা করেছে, বৈভবও ঠিক সেটাই করবে বিহারের জন্য। আর যে ছন্দে সে ব্যাট করছে, তাতে ভারতীয় দলের জার্সি পাওয়াও খুব বেশি দূরে নয় বলে মনে করছে অনেকে।
