সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ারের মুকুটে নয়া পালক। মার্চ মাসে আইসিসি'র সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সেরার লড়াইয়ে শ্রেয়স পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচীন রবীন্দ্র এবং জেকন ডাফিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছে শ্রেয়স আইয়ারের। বলা যায়, এই রাজকীয় প্রত্যাবর্তনের জন্যই আইসিসি'র পুরস্কার পেলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে অনীহার কারণে গত বছর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি দুর্দান্ত খেলেন। তিন ম্যাচে দু'টি হাফসেঞ্চুরি করেছিলেন। ভাগ্য ফেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মরুদেশে ভারতের হয়ে সর্বোচ্চ রান (২৪৩) করেন শ্রেয়স। গুরুত্বপূর্ণ সময়ে রান করে দলকে জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অনবদ্য পারফর্ম করে ভারতের খেতাব জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। চলতি আইপিএলেও অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। তারই মধ্যে এল সুখবর।
উল্লেখ্য, পরপর দু'মাস আইসিসি'র 'প্লেয়ার অফ দ্য মান্থ' পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার। ফেব্রুয়ারির সেরা হয়েছিলেন শুভমান গিল। এবার মাসের সেরার পুরস্কার পেয়ে শ্রেয়স বলেন, "আমি সত্যিই সম্মানিত। এমন স্বীকৃতি পেয়ে অভিভূত। আমরা মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। এটা এমন একটা মুহূর্ত যা সবসময় আমি লালন করব। এত বড় মঞ্চে ভারতের সাফল্যে অবদান রাখতে পারা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ।"