shono
Advertisement
IPL 2025

অজিদের পর বেঁকে বসল প্রোটিয়ারাও, আইপিএল শেষের আগেই প্লেয়ার ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

দিনক্ষণ বেঁধে দিলেন দক্ষিণ আফ্রিকার কোচ।
Published By: Arpan DasPosted: 09:19 AM May 14, 2025Updated: 09:19 AM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ দিনের বিরতির পর ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। কিন্তু সেখানে কি সব বিদেশিকে পাওয়া যাবে? সেটা নিয়ে সংশয় বাড়ছে। অস্ট্রেলিয়ার পর এবার বেঁকে বসল দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়াদের কোচ পরিষ্কার দিনক্ষণ বেঁধে দিলেন, কবের মধ্যে সে দেশের প্লেয়ারদের আইপিএল ছেড়ে ফিরতে হবে।

Advertisement

আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১১ জুন থেকে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আইপিএলের ফাইনাল ৩ জুন। অর্থাৎ, ফাইনালে খেললে কোনও দক্ষিণ আফ্রিকার প্লেয়ার মাত্র সাতদিন সময় পাবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য। ইতিমধ্যে ফাইনালের দলও ঘোষণা করে দিয়েছে তারা। আটজন প্রোটিয়া প্লেয়ার আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে। তার মধ্যে অনেক দল প্লে অফের দৌড়েও আছে।

সেটা মনে করিয়ে দিয়েই দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলছেন, "আইপিএল ও বিসিসিআইয়ের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, তাতে প্লেয়ারদের ২৬ মে'র মধ্যে ফিরে আসতে হবে। প্রথমে ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়নি। সেটা নিয়ে কথাবার্তাও চলছে। বর্তমান পরিস্থিতিতে ২৬ মে'র মধ্যে আমাদের প্লেয়ারদের ফেরত চাই।"

আইপিএলে খেলার জন্য ২৫ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। কিন্তু সময় বাড়ছে মানে নতুন করে অনুমতি নিতে হবে। মুম্বইয়ের করবিন বশ ও রায়ান রিকেলটন, গুজরাটের কাগিসো রাবাডা, দিল্লির ত্রিস্তান স্টাবস, লখনউয়ের আইডেন মার্করাম, পাঞ্জাবের মার্কো জানসেন ও আরসিবি'র লুঙ্গি এনগিডি দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রয়েছেন। এবার দেখার বিসিসিআই কী পদক্ষেপ নেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৯ দিনের বিরতির পর ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। কিন্তু সেখানে কি সব বিদেশিকে পাওয়া যাবে? সেটা নিয়ে সংশয় বাড়ছে।
  • অস্ট্রেলিয়ার পর এবার বেঁকে বসল দক্ষিণ আফ্রিকাও।
  • প্রোটিয়াদের কোচ পরিষ্কার দিনক্ষণ বেঁধে দিলেন, কবের মধ্যে সে দেশের প্লেয়ারদের আইপিএল ছেড়ে ফিরতে হবে।
Advertisement