আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ পাঞ্জাব কিংস।

একাধিক তারকাদের নিয়ে দল গঠন করে পাঞ্জাব কিংস। কিন্তু কোনওবারই ট্রফি আসেনি তাদের ঘরে। মাত্র একবার ফাইনাল খেলেছে প্রীতি জিন্টার দল। এবার দলের খোলনলচে একেবারে পালটে ফেলেছে ম্যানেজমেন্ট। নতুন উদ্যমে ট্রফির দৌড়ে নামতে চলেছে পাঞ্জাব কিংস।
স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, জস ইংলিস, হর্নুর পান্নু, পিলা অবিনাশ, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মার্কান স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, আজমাতুল্লা ওমরজাই, প্রিয়াংশ আর্য, অ্যারন হার্ডি, মুশির খান, সূর্যাংশ শেগড়ে, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বৈশ্যক বিজয় কুমার, যশ ঠাকুর, লকি ফার্গুসন, কুলদীপ সেন, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে।
শক্তি: অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পাঞ্জাব কিংসের সবচেয়ে বড় শক্তি। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করার নেপথ্যেও বড় অবদান ছিল তাঁর। পাঞ্জাবকে অধরা ট্রফি জেতানোর চালিকাশক্তি হতে পারেন শ্রেয়স। এছাড়াও অর্শদীপ সিং-লকি ফার্গুসন-মার্কো জানসেনের পেস অ্যাটাক বিপক্ষকে ভয় ধরাতে পারে। এছাড়াও রয়েছেন যশ ঠাকুর-কুলদীপ সেনের মতো তরুণ ভারতীয় পেসাররাও। আজমাতুল্লা ওমরজাইও ফর্মে রয়েছেন। ব্যাটে-বলে ভরসা যোগাবেন পাঞ্জাবকে। মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের উপরেও ভরসা রাখতে পারেন পাঞ্জাব ভক্তরা।
দুর্বলতা: যুজবেন্দ্র চাহাল ছাড়া সেভাবে স্পিনার নেই। হরপ্রীত-ম্যাক্সওয়েলরা প্রথম সারির স্পিনার নন। তাছাড়া চাহালও বহুদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। ব্যাটিং মোটামুটি শক্তিশালী হলেও, বিকল্প নেই সেভাবে। মূলত বিদেশি ক্রিকেটারদের উপরেই ভরসা রেখেছে পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৪ জন বিদেশিকে বেছে নেওয়া বেশ চ্যালেঞ্জের হবে পাঞ্জাবের পক্ষে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চাহাল এবং শ্রেয়স ছাড়া সেরকম নামী কেউই নেই। ফলে সমস্যা হতে পারে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে।
সম্ভাব্য একাদশ:
জস ইংলিস
প্রভসিমরন সিং
নেহাল ওয়াধেরা
শ্রেয়স আইয়ার (অধিনায়ক)
মার্কাস স্টয়নিস
গ্লেন ম্যাক্সওয়েল
শশাঙ্ক সিং
মার্কো জানসেন
অর্শদীপ সিং
হরপ্রীত ব্রার
যুজবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট প্লেয়ার: আজমাতুল্লা ওমরজাই/যশ ঠাকুর
এক্স ফ্যাক্টর: গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটে-বলে একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই অজি অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন ম্যাক্সি। কিন্তু ট্রফি অধরাই থেকে গিয়েছে। পাঞ্জাবের জার্সিতে ট্রফি জয়ের জন্য বাড়তি তাগিদ থাকবে তাঁর মধ্যে। এছাড়াও শ্রেয়স আইয়ারের ফর্মের উপর নির্ভর করবে পাঞ্জাবের ভাগ্য।
সম্ভাবনা: অধরা ট্রফি জয়ের লক্ষ্যে নামছে পাঞ্জাব। একঝাঁক দুরন্ত ক্রিকেটারকে নিয়ে দল গড়েছে তারা। তবে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে না পাঞ্জাব। ক্রিকেটারদের উপর সেভাবে আস্থাও রাখতে দেখা যায় না ম্যানেজমেন্টকে। সবমিলিয়ে, পাঞ্জাবের প্লে অফে ওঠার সম্ভাবনা বেশ কম। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। নতুন রূপে সেজে ওঠা পাঞ্জাব চমকে দিতে পারে ক্রিকেটমহলকে।