সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ছিলেন আনক্যাপড প্লেয়ার। মেগা নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। এরপর তাঁর বোলিং ক্রিকেট মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে দিগ্বেশ রাঠির বোলিংয়ের সঙ্গে সমানভাবে চর্চায় তাঁর 'নোটবুক সেলিব্রেশন'ও। যার জেরে তাঁকে জরিমানাও গুনতে হয়েছে দু-দু'বার। তবে এই পরিস্থিতিতে প্রাক্তন কিউয়ি ক্রিকেটার সাইমন ডুল পাশে দাঁড়িয়েছেন দিগ্বেশের।

যদিও ডুলের বক্তব্যে খারাপ লাগতে পারে 'সিনিয়র' ক্রিকেটারদের। ঠিক কী এমন বললেন যে, তাঁর মন্তব্যের পর বিতর্ক এড়ানো গেল না? তাঁর কথায়, "কারওর জরিমানা হলে দলকেই সেই টাকাটা দিতে হয়। এটা আমার পছন্দ নয়। সেলিব্রেশন করতে ভালোবাসে বলেই তো প্লেয়াররা সেটা করে। মনে হয় না দিগ্বেশ কোনও ভুল করেছে।"
এরপর ভারতের সিনিয়র ক্রিকেটারদের একহাত নিয়ে তাঁর সংযোজন, "অতীতে ভারতের সিনিয়র ক্রিকেটারদের এর চেয়েও খারাপভাবে সেলিব্রেশন করতে দেখেছি। আসলে একজন তরুণ ক্রিকেটার নোটবুক সেলিব্রেশন করেছে। তাই তাকে শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি করতে চাইছে আইপিএল কর্তৃপক্ষ।" এভাবেই তিনি বিসিসিআইয়ের দ্বিচারিতা নিয়ে সুর চড়িয়েছেন। তবে কোন সিনিয়র ক্রিকেটারদের দিকে তিনি ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি।
মঙ্গলবার মারমুখী মেজাজে থাকা সুনীল নারিনকে আউট করার পর ফের নোটবুক সেলিব্রেশনে মেতে উঠতে দেখা যায় দিগ্বেশকে। যদিও সেই উদযাপন ছিল কিছুটা ভিন্ন। নারিন আউট হতেই মাঠে বসে পড়ে কিছু লেখার অভিনয় করতে দেখা যায় তাঁকে। এতদিন হাতে লিখে শাস্তির মুখে পড়া ক্রিকেটার এবার লিখলেন মাটিতে। হয়তো শাস্তি এড়াতেই এটা করেছেন তিনি। যদিও এক্ষেত্রে শাস্তি দেওয়া হয়নি তাঁকে।