shono
Advertisement
IPL 2025

'তোমার ইষ্টদেবতাই গিরগিটি...', রায়ডুকে বিঁধতে গিয়ে ধোনিকে নিশানা করলেন সিধু?

এর আগে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন রায়ডু।
Published By: Prasenjit DuttaPosted: 03:56 PM Apr 09, 2025Updated: 03:56 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানিং তিনি খবরের শিরোনামে। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বচসার ঠিক একদিন পর নভজ্যোৎ সিং সিধুর সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়লেন প্রাক্তন সিএসকে তারকা অম্বাতি রায়ডু। তাও আবার সরাসরি ধারাভাষ্য দেওয়ার সময়। সিধুও চুপ থাকেননি। রায়ডুকে পালটা দেন তিনিও। 

Advertisement

ঠিক কী ঘটেছিল? ঝামেলার শুরুটা রায়ডুকে দিয়েই। ধারাভাষ্য চলাকালীন নিজেদের মধ্যে রসিকতা করতে করতে দল বদলের জন্য সিধুকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। 'গিরগিটি'র সঙ্গে তুলনা করা হয় সিধুকে। ভিডিওটি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরালও হয়ে যায়। ব্যাপারটা মোটেও ভালোভাবে নেননি সিধু। তীব্র প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এই পৃথিবীতে যদি কেউ গিরগিটির মতো হয়ে থাকে, তবে সে তোমার ইষ্টদেবতা।" এরপরেই সাজঘরে ধোনিকে দেখা যায়।

দুই প্রাক্তন ক্রিকেটারের এই 'দ্বৈরথে' নেটপাড়ায় রীতিমতো হইচই। চেন্নাই সুপার কিংস বা মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে তাঁর আবেগের কথা সকলেই জানেন। বিশেষ করে রায়ডুর 'ধোনি প্রেম' নতুন কিছু নয়। কমেন্ট্রি বক্সে এর আগেও বহুবার 'ধোনি ধোনি' করতে দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবারও ধোনি মাঠে নামার সময় রায়াডু বলেন, "যেভাবে মাহি মাঠে নামছেন, মনে হচ্ছে আজ কিছু একটা করে দেখাবেন।" তাই কি রায়ডুকে বিঁধতে গিয়ে ধোনিকেই নিশানা করলেন সিধু? প্রশ্ন নেটপাড়ায়। যদিও তাঁদের বাকযুদ্ধ শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলেও অভিযোগ।

পাঞ্জাব-চেন্নাই ম্যাচের আগে মুম্বই দলে রোহিত শর্মার ভূমিকা নিয়ে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন রায়ডু। বাঙ্গারের বলেন, হার্দিক পাণ্ডিয়াকে সাহায্যের জন্য রোহিতের দলে থাকা উচিত। রোহিতের প্রয়োজনীয়তা কেবল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে না। যদিও এই মতের ধার না ধরে রায়ডুর প্রতিক্রিয়া ছিল, 'মনে হয় না কারওর সাহায্য নেওয়ার দরকার রয়েছে হার্দিকের। সিদ্ধান্ত তো নিজেই নেবে অধিনায়ক। রুতুরাজকে কি সবসময় পরামর্শ‌ দেয় ধোনি? হার্দিকের ক্ষেত্রেও ঠিক তেমন। ওর কানের পাশে পরামর্শ দেওয়ার জন্য দশজন থাকার দরকার নেই।' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইদানীং তিনি খবরের শিরোনামে।
  • সিধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন প্রাক্তন সিএসকে তারকা অম্বাতি রায়ডু।
  • তাও আবার সরাসরি ধারাভাষ্য দেওয়ার সময়।
Advertisement