সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্র প্রতিভা অভসরা প্রাপ্নোতিহি। অর্থাৎ এই মঞ্চেই প্রতিভাকে সুযোগ দেওয়া হয়। ২০০৮ সাল থেকে এই মন্ত্রেই এগিয়ে চলেছে আইপিএল। হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহর মতো একাধিক তরুণ তুর্কিকে আবিষ্কার করেছে আইপিএলের মঞ্চ। প্রত্যেকবারই নজর কাড়েন অনামী তারকারা। নিলামের টেবিলে ঝড় ওঠে তাঁদের নিয়ে। এবারের নিলামে বিরাট দর পেতে পারেন কোন তুর্কিরা?
প্রথমেই রয়েছে বৈভব সূর্যবংশীর নাম। আইপিএল নিলামের (IPL Auction 2025) ইতিহাসে বৈভবই সর্বকনিষ্ঠ ক্রিকেটার। চলতি বছরেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে এই বাঁহাতি ব্যাটারের। বিহারের জার্সিতে খেলার পর বৈভব খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে ক্রিকেটমহলে।
বড়সড় দর পেতে পারে দক্ষিণ আফ্রিকার পেসার কুয়েনা এমফাকা। মাত্র ১৭ বছর বয়সি বাঁহাতি প্রোটিয়া পেসার গত বছর ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কার বদলে তাঁকে দলে নেওয়া হয়। টানা ১৪০ কিমি গতিতে বল করতে পারে এই তরুণ তুর্কি। আসন্ন আইপিএল নিলামে এমফাকাকে দলে নেওয়ার জন্য বিরাট অঙ্ক খরচ করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএল অকশনে এবার নজর কাড়তে পারেন অঙ্গকৃশ রঘুবংশী। গত মরশুমে কেকেআরের হয়ে ১০ ম্যাচে ১৬৩ রান করেছিলেন তরুণ তুর্কি। তাঁকে আগামী দিনের যশস্বী জয়সওয়ালও বলছেন ক্রিকেটমহলের অনেকেই। তাই মিডল অর্ডারে ভারতীয় ব্যাটার হিসাবে অঙ্গকৃশকে দলে নিতে আগ্রহী অনেক ফ্র্যাঞ্চাইজিই। ফলে বিরাট দর পেয়ে কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের।
কেকেআরের হয়ে খেলা আরেক তরুণ তুর্কিকে নিয়েও উৎসাহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। গত মরশুমে সোনালি-বেগুনি জার্সিতে নজরকাড়া পারফর্ম করেছিলেন বৈভব অরোরা। বোলিং ওপেন করে যথেষ্ট সাফল্য পেয়েছিলেন গত মরশুমে। নিলামে ভারতীয় পেসার কিনতে মুখিয়ে থাকবে দলগুলো। তাই বৈভবের দামও লাফিয়ে বাড়তে পারে বলেই অনুমান।
এছাড়াও আশুতোষ শর্মা, রসিক দার, আয়ুষ মাথ্রে, আল্লা ঘাজাফনর, সমীর রিজভির মতো অনামী তারকাদের জন্যই বিরাট অর্থ খরচ করতে পারে দলগুলো।