সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন জাতীয় দলে কামব্যাক করেছেন দুই বছর পর। আরেকজন ভারতীয় ক্রিকেটের উঠতি মুখ। দু'জনেই বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। কিন্তু ঈশান কিষান ও বৈভব সূর্যবংশী এই মরশুমে আর বিজয় হাজারেতে খেলবেন না। ঝাড়খণ্ড দল ছেড়ে ফিরে আসছেন ঈশান। অন্যদিকে বৈভবকে নিয়েও অন্য 'পরিকল্পনা' রয়েছে বিসিসিআইয়ের।
ঈশান কিষাণ এবার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে আছেন। সৈয়দ মুস্তাক আলির ফাইনালে সেঞ্চুরি করেছেন। ঝাড়খণ্ডকে টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। বিজয় হাজারে ট্রফিতেও তিনিই অধিনায়ক। এমনকী কর্নাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৯ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সেঞ্চুরি করেছিলেন মাত্র ৩৩ বলে। যদিও ঝাড়খণ্ড ওই ম্যাচ জিততে পারেনি।
তবে বিসিসিআইয়ের নির্দেশে ঈশানকে বাদ দিয়েছে ঝাড়খণ্ড। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডের নেতৃত্ব দেওয়া কুমার কুশাগ্র জানিয়েছেন, বিসিসিআই ঈশান কিষাণকে বিশ্রাম দিয়েছে। ঈশান দল ছেড়ে ফিরেছেন এবং ২ জানুয়ারি জাতীয় দলে যোগ দেবেন। আসলে ঈশানকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। বিসিসিআই চায় তিনি ফিট থাকুন। তাঁকে সতেজ রাখতে বিশ্রাম নিতে বলেছে।
অন্যদিকে বৈভবেরও এবার বিশ্বকাপ আছে। তবে সেটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যা ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। শুক্রবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বিহারের এই তরুণ তুর্কি। উল্লেখ্য, পাঁচ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য এটাই ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলছে তরুণ তুর্কি। মাঠে নেমেই মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব। বিশ্বকাপের জন্য বৈভবকে তরতাজা রাখতে চায় বিসিসিআই। তাই বিজয় হাজারেতে খেলবে না ১৪ বছরের বিস্ময় প্রতিভা।
