সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের উপর জঙ্গি হামলার (Jammu Kashmir Terror Attack) ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দেশের ক্রিকেটাররা। তীব্র প্রতিবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন কেএল রাহুল থেকে যুবরাজ সিং। সমবেদনা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। সুরেশ রায়না আবার লিখেছেন, 'পাকিস্তানের মদতপুষ্ট' সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসেছে।
মঙ্গলবার আইপিএলে ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের। সেখানে ম্যাচ জেতানো ইনিংস খেলেন কেএল রাহুল। তারপর সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'কাশ্মীরে জঙ্গি আক্রমণের (Kashmir Terror Attack) ঘটনা শুনে ভেঙে পড়েছি। মৃতদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।' তাঁর দল দিল্লি ক্যাপিটালসও বার্তা দিয়েছে, 'পহেলগাঁওয়ের ঘটনা হৃদয় বিদারক। এই ঘৃণ্য ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।' শোকপ্রকাশ করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকেও।
সুরেশ রায়না আবার এক্স হ্যান্ডলে লিখেছেন, 'কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনা মন ভেঙে দিয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গিদের কাপুরুষোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সাহসী সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের লড়াইয়ে আমি পাশে আছি। সব কিছুর বিচার হবে।'
ক্ষোভে ফেটে পড়েছেন ইরফান পাঠান থেকে যুবরাজ সিং। সোশাল মিডিয়ায় মৃতদের পরিবারের জন্য সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, শুভমান গিল, অনিল কুম্বলে, পার্থিব প্যাটেল, আকাশ চোপড়া প্রমুখ। সৌরভ এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর হামলায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। এই ভয়ঙ্কর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সাধারণ পর্যটকদের উপর এই ধরনের হামলা মানবতার প্রতি অবমাননা।' ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর সোশাল মিডিয়ায় লিখেছেন, 'মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা এই হামলার সঙ্গে যুক্ত, মনে রেখো, ভারত প্রত্যাঘাত করবেই।'
বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনও অংশে কম নয়।
