সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য ঘোর দুঃসংবাদ। যা পরিস্থিতি তাতে বিশ্বের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরাহকে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা, তা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, বুমরাহর পিঠে এখনও ফোলা রয়েছে। চিকিৎসকরা তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকী কবে তাঁর স্ক্যান হবে সেটাও স্পষ্ট নয়।
বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ভারতীয় দলের সহ-অধিনায়কের পিঠে ব্যাথা (ব্যাক স্প্যাজম) হয়েছে। চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা। সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে কমপক্ষে তিন সপ্তাহ রিহ্যাব করে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে।
বিসিসিআই বুমরাহকে নির্দেশ দিয়েছিল দেশে ফিরে এনসিএ-তে রিপোর্ট করতে। কিন্তু এখন তিনি পুরোপুরি বিশ্রামে অর্থাৎ বেড রেস্টে। আপাতত তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। থাকতে হবে পূর্ণ বিশ্রামে। বেশি হাঁটা চলা করতেও বারণ করা হয়েছে। ফলে এনসিএ-তেও যেতে পারেননি। আসলে বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। সেখানেই ফের ফুলে গিয়েছে। আপাতত যা পরিস্থিতি বুমরাহর চোট কতটা গুরুতর সেটা স্পষ্ট নয়। তিনি এনসিএ-তে না যেতে পারায় তাঁর চোট কতটা গুরুতর সেটার পরীক্ষাও হয়নি। ফলে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।
প্রথমে মনে করা হয়েছিল বুমরাহর ব্যাক স্প্যাজম গ্রেড ওয়ান বা টু-এর। সেক্ষেত্রে সর্বোচ্চ ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু এখন মনে করা হচ্ছে, ৬ সপ্তাহে হয়তো মাঠে ফিরতে পারবেন না ভারতীয় দলের তারকা পেসার। সেটা হলে আদৌ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বোর্ডের সূত্রও বলছে, পুরোপুরি ফিট না হলে বুমরাহকে নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া যাবে না।