সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জো রুট (Joe Root) অ্যাশেজে সেঞ্চুরি না করলে মের্লবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চারদিকে নগ্ন হয়ে হাঁটব! এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন। সেই মন্তব্য় ভাইরাল হতেই আসরে নামেন হেডেনকন্যা গ্রেস। কাতর আর্জি জানান, রুট যেন অ্যাশেজে একটা সেঞ্চুরি করেন। সুন্দরী গ্রেসের সেই আবেদন ফেরাননি রুট। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ১৩৫ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন ইংরেজ ব্যাটার।
অ্যাশেজের প্রথম টেস্টে কচুকাটা হয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ওভারেই আউট হয়ে যান ওপেনার বেন ডাকেট। তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন অলি পোপও। মাত্র ৫ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। ইনিংসের হাল ধরেন রুট। ওপেনার জ্যাক ক্রলিকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন।
২৮ ওভারে ক্রলি আউট হতেই ইংল্যান্ড ইনিংসে ধস নামে। হ্যারি ব্রুক, অধিনায়ক বেন স্টোকস, জেমি স্মিথ-কেউই বড় রান করতে পারেননি। কিন্তু উইকেটের এক প্রান্তে যখন একের পর এক ব্যাটার আউট হচ্ছেন, অপর প্রান্তে ক্রিজে কামড়ে পড়ে থেকেছেন রুট। ৬৬তম ওভারে স্কট বোলান্ডের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন তিনি। অজিভূমে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। দিনের শেষে ১৩৫ রানে অপরাজিত রুট।
তবে ইংরেজ ব্যাটার সেঞ্চুরি করতেই ক্রিকেটপ্রেমীদের মনে পড়েছে হেডেনের সেই উক্তি। অজি প্রাক্তনী ইউটিউবে বলেন, “আমি মের্লবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চারদিকে নগ্ন হয়ে হাঁটব। যদি ও সেঞ্চুরি না করে।” ইউটিউবে হেডেনের মন্তব্য শুনে হাসির রোল নেটদুনিয়ায়। বাবার এহেন মন্তব্যে সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস রুটকে ট্যাগ করে ইনস্টাগ্রামে বিনীত আর্জি করেন, ‘প্লিজ জো রুট, একটা সেঞ্চুরি করো।’ সেই আর্জিতে সাড়া দিয়ে অজিভূমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন রুট।
