একটা সময়ে সেঞ্চুরি করে দু'কানে আঙুল দিয়ে সেলিব্রেশন করতেন। সেই ভঙ্গির সমালোচনা করেছিলেন স্বয়ং সুনীল গাভাসকর। তবে সময় বদলেছে। সেই কে এল রাহুল সেঞ্চুরি (KL Rahul) করলে আর কানে আঙুল দেন না। এখন দুই আঙুল মুখে পুরে উৎসব করেন, নিজের ফুটফুটে কন্যাসন্তানকে উৎসর্গ করে। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করেও তার অন্যথা হল না।
বুধবার রাজকোটে খেলতে নেমেছিল ভারতীয় দল। রাজকোটের উইকেট সচরাচর ব্যাটিং উইকেট বলেই পরিচিত। কিন্তু বুধবার দেখা গেল অন্য ছবি। ব্যাটারদের ‘স্বর্গ’ এই পিচ অদ্ভুত আচরণ করল। এমন পিচে ব্যর্থ হলেন তারকা রো-কো। তবে বিরাট-রোহিতের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল। মাত্র ১১৮ রানে চার উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, সেই সময় মাঠে নামেন ভারতের নতুন 'মিস্টার ডিপেন্ডেবল'। সেঞ্চুরি হাঁকিয়ে, নটআউট থেকে ভারতকে পৌঁছে দিলেন সম্মানজনক স্কোরে।
৪৯তম ওভারে বিরাট ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন রাহুল। সঙ্গে সঙ্গেই হেলমেট খুলে ফেলেন, বাঁহাতের গ্লাভসও খোলেন। মধ্যমা আর অনামিকা- বাঁহাতের দুই আঙুল মুখে পুরে দিয়ে গোটা মাঠের দিকে ঘুরে তাকান। ওই ভঙ্গিতেই সতীর্থ-দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। শেষ পর্যন্ত ১১২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রাহুল।
গতবছর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে প্রথমবার এই সেলিব্রেশন করতে দেখা যায় ভারতের তারকা ব্যাটারকে। তখনই জানিয়েছিলেন, “এটা আমার মেয়ের জন্য।” গতবছর মার্চ মাসে রাহুল ও আথিয়া শেট্টির কন্যাসন্তান ইভারার জন্ম হয়। ছোট্ট ইভারা এইভাবেই মুখে আঙুল পুরে দেয় অধিকাংশ সময়ে। মেয়ের এই মিষ্টি আচরণকেই সেঞ্চুরির সেলিব্রেশনে পরিণত করেছেন রাহুল।
উল্লেখ্য, ২০২২ আইপিএলের সময়ে গাভাসকর বলেছিলেন, "শতরান করার পর কানে আঙুল দিয়ে সমস্ত চিৎকার থামিয়ে দেওয়ার কোনও মানে হয় না। কারণ তখনই সমর্থকরা প্রশংসা করে। সেটাকেই উপভোগ করা উচিত।" সেই পরামর্শেই কি নিজের সেলিব্রেশন বদলে ফেলেছেন রাহুল?
