সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও আইপিএল অভিযান শুরু করেনি লখনউ সুপার জায়ান্টস। তার মধ্যেই একের পর এক চোট থাবা বসিয়েছে লখনউ শিবিরে। ময়ঙ্ক যাদব থেকে মহসিন খান- কে নেই চোটের তালিকায়? স্কোয়াডে ভালো বিদেশি পেসারও নেই সে অর্থে। এহেন পরিস্থিতিতে নাকি বাংলাদেশের তারকা পেসারের দ্বারস্থ হয়েছে লখনউ ম্যানেজমেন্ট।

গতবার আইপিএলে হইচই ফেলে দিয়েছিলেন ময়ঙ্ক। ১৫০ কিমি বেগে বল করা পেসারকে গতিদানব তকমা দিয়েছিল নেটদুনিয়া। কিন্তু বারবার চোটের কবলে পড়েছেন তরুণ তুর্কি। এবারও টুর্নামেন্ট শুরুর আগে ফের চোট পেয়েছেন তিনি। চোটের জন্য আইপিএলের প্রথম পর্বে না থাকার কথা তাঁর। এমনকি লখনউ শিবিরে উদ্বেগ রয়েছে মহসিন খানকে নিয়েও। তিনি সুস্থভাবে পুরো মরশুম খেলতে পারবেন কিনা, প্রশ্ন রয়েছে।
ফলে লখনউয়ের পেস বিভাগের ভরসা আবেশ খান ও আকাশ দীপ। চোট রয়েছে আবেশেরও। তাঁর খেলা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু একঝাঁক তারকা থাকলেও শামার জোসেফ ছাড়া কোনও বিদেশি পেসার নেই স্কোয়াডে। এহেন পরিস্থিতিতে নতুন পেসার খুঁজতে নেমেছে লখনউ ম্যানেজমেন্ট। তারপরেই নাকি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে। আইপিএল খেলা নিয়ে প্রাথমিক কথাবার্তাও হয়েছে দুপক্ষে।
এবারের আইপিএল মেগানিলামে কোনও বাংলাদেশি ক্রিকেটারই দল পাননি। সেই প্রসঙ্গ টেনেই তাসকিন বলেন, "নিলামের সময় তো বাংলাদেশি ক্রিকেটারদের কেনা হয়নি। কিন্তু এরকম বড় টুর্নামেন্টে পরিবর্ত হিসাবে অনেক ক্রিকেটারকেই কেনা হয়। সেজন্যই লখনউ আমার সঙ্গে যোগাযোগ করেছে। ওরা জানতে চেয়েছে আমি ওই সময়ে খেলতে পারব কিনা। পরিবর্ত হিসাবে খেলার জন্য বাংলাদেশ বোর্ড আমাকে অনুমতি দেবে কিনা।" সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো ছন্দে ছিলেন তাসকিন। তাঁর আশা, বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবেন। যদিও লখনউয়ের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি।