সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিরুদ্ধে একপ্রকার জেতা ম্যাচ হেরেছে লখনউ। তারপর সোশাল মিডিয়ায় ভাইরাল সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের ছবি। দুজনের মধ্যে কী কথা হল সেই নিয়ে কৌতূহল তুঙ্গে। সেটার উত্তর না পাওয়া গেলেও ড্রেসিংরুমে গিয়ে গোয়েঙ্কা সবাইকে ইতিবাচক থাকার পরামর্শ দিলেন।

আসলে ম্যাচের পর গোয়েঙ্কা-পন্থের কথোপকথন দেখে অনেকেরই মনে পড়েছিল কেএল রাহুলের সঙ্গে ঘটনার স্মৃতি। গতবার দুজনের বচসা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার অবশ্য সেরকম কিছু হয়নি। সোশাল মিডিয়ায় গোয়েঙ্কা ও পন্থের হাসিমুখের ছবি দিয়ে যেন সমস্ত গুঞ্জন থামিয়ে দেওয়ার চেষ্টা করল লখনউ সুপার জায়ান্টস।
পরে ড্রেসিংরুমেও পন্থদের সামনে বক্তব্য রাখেন লখনউ কর্ণধার। সেখানে তিনি বলেন, "পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং-বোলিং ভালো হয়েছে। সেই ইতিবাচক দিকগুলো নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের টিম তরুণ। ফলে এবার কাল থেকে সামনের দিকে তাকাতে হবে। ২৭ তারিখ ফের ম্যাচ আছে। আশা করি সেখানে আমরা ভালো ফল করব। আজকের ম্যাচটা হতাশজনক ঠিকই। তবে তোমরা ভালো খেলেছ।"
ম্যাচের পর পন্থ নিজেও বলেন, "এই ম্যাচের ভুলত্রুটি থেকে আমাদের শিখতে হবে। আর ইতিবাচক দিকগুলো নিয়ে সামনের দিকে এগোতে হবে।" তবে পন্থের ব্যাটিং ও উইকেটকিপিং নিয়ে উদ্বেগে ভক্তরা। একেবারে জেতা ম্যাচ হাতছাড়া হওয়াতেও হতাশ ভক্তরা। এবার দেখা যাক, লখনউ কীভাবে কামব্যাক করে।