shono
Advertisement

Breaking News

Rohit Sharma

'রোহিতের সাফল্যের ৫ শতাংশও নেই', হিটম্যানের সমালোচনা করায় কোচকে ধুয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার

Manoj Tiwary: রোহিতকে যেভাবে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানো হয়েছিল, তা একেবারেই ভালো ভাবে নিচ্ছেন না মনোজ তিওয়ারি। তাঁর ধারণা, এই বিষয়ে জয় শাহের হস্তক্ষেপ করা উচিত ছিল।
Published By: Arpan DasPosted: 04:16 PM Jan 17, 2026Updated: 06:46 PM Jan 17, 2026

রোহিত শর্মাকে নিয়ে কী সমস্যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের? তাঁর ব্যাট চললে অনেক সমালোচনা বন্ধ হয়ে যায়। কিন্তু দুয়েকটা ম্যাচ ব্যর্থ হলেই ফের সমালোচনা। আর তাতে সঙ্গ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। নাহলে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে’তে হারের দায় রোহিত শর্মার ঘাড়ে চাপিয়ে দেবেন কেন? গম্ভীরের সহকারীর এই মন্তব্যকে একেবারেই ভালোভাবে নিচ্ছেন না ভক্তরা। এবার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও প্রশ্ন তুললেন, দুশখাতের কী যোগ্যতা যে তিনি রোহিতকে নিয়ে প্রশ্ন তোলেন?

Advertisement

কী বলেছেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ? তাঁর কথায়, “দুই ইনিংসেই শুরুতে ব্যাট করাটা সহজ ছিল না। নতুন বলের জন্য একেবারে আদর্শ ছিল পিচ। তবে প্রথম ওয়ানডে’তে রোহিতকে অনেক স্বচ্ছন্দ দেখেছিলাম। দ্বিতীয় ম্যাচে অতটা স্বচ্ছন্দ লাগেনি। তাই রান করাটা ওর কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে। কম খেলছে বলেই ব্যর্থ হচ্ছে। সিরিজের মাঝে ও কিন্তু যথেষ্ট ক্রিকেট খেলে না।”

মনোজ বলছেন, "দুশখাতেকে সম্মান করি। ও আমার সঙ্গে কেকেআরে চার বছর ছিল। নিঃসন্দেহে খুব ভালো মানুষ। কিন্তু কথা বলার আগে ভাবা উচিত। নেদারল্যান্ডসের হয়ে ওর যা রেকর্ড, তা রোহিতের কেরিয়ারের ৫ শতাংশও নয়। শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও। দুশখাতে ম্যানেজমেন্টের অংশ। এই ধরনের কথাবার্তা প্লেয়ারদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে।"

এখানেই শেষ নয়। মনোজ আক্রমণ করছেন গম্ভীরকেও। বিশেষ করে রোহিতকে যেভাবে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানো হয়েছিল, তা একেবারেই ভালো ভাবে নিচ্ছেন না। মনোজ বলছেন, "আমি জানি না, কেন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধান্ত নিতে হয় অজিত আগরকরকে। কিন্তু তাঁর কাঁধে কি বন্দুক রেখে সিদ্ধান্ত নিয়েছিল? পর্দার পিছনে অনেক কিছুই ঘটে। প্রধান নির্বাচকের সিদ্ধান্ত ঠিকই, তবে কোচের পরামর্শ থাকেই।" সেই সঙ্গে মনোজের ধারণা, এই বিষয়ে জয় শাহের হস্তক্ষেপ করা উচিত ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement