সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে দুশ্চিন্তা অঙ্গকৃষ রঘুবংশীকে নিয়ে। জয়পুরে ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পান মুম্বইয়ের তরুণ ব্যাটার। দ্রুত স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করা হয়। জানা গিয়েছে জয়পুরের একটি হাসপাতালে সিটি স্ক্যানের জন্য ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন অঙ্গকৃষ।
বিজয় হাজারেতে মুম্বইয়ের ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে না। জানা গিয়েছে, জয়পুরে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচের ৩০ তম ওভারে সৌরভ রাওয়াতের ক্যাচ নেওয়ার চেষ্টা করছিলেন অঙ্গকৃষ। সেই ক্যাচ ধরার সময় অঙ্গকৃষ মাটিতে আছড়ে পড়েন। তাঁর মাথা মাটিতে ধাক্কা খায়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন মুম্বইয়ের ব্যাটার। কিছুক্ষণ পরেই মাঠে স্ট্রেচার নিয়ে আসা হয়। যেটা আবার একটু হলেই রোহিত শর্মাকে ধাক্কা মারত। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে অঙ্গকৃষকে বাইরে নিয়ে যাওয়া হয়। তখন তিনি ঘাড় নাড়াতে পর্যন্ত পারছিলেন না। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে, আদৌ আইপিএলে খেলতে পারবেন কি না? তবে আইপিএল এখনও বেশ কিছুটা দেরি আছে। ফলে সেখানে তাঁর খেলা নিয়ে সংশয় থাকার কথা নয়।
অন্যদিকে বিজয় হাজারেতে গুজরাটের বিরুদ্ধে কোনও রকমে জিতল দিল্লি। কোহলি করেছিলেন ৭৭ রান। অধিনায়ক ঋষভ পন্থ ৭০ রান করেন। প্রথমে ব্যাট করে দিল্লি তোলে ২৫৪ রান। শেষমেশ ৯ রানে জেতে তারা। তবে রোহিত শর্মার মুম্বই অনায়াসে ৫১ রানে জিতল। রোহিত অবশ্য রান পাননি। কিন্তু সরফরাজ খান ও মুশির খান, দুই ভাই হাফসেঞ্চুরি করেন, অন্য ম্যাচে উত্তরপ্রদেশের হয়ে রিঙ্কু সিং ৬০ বলে ১০৬ রান করেন। চণ্ডীগড়ের বিরুদ্ধে তারা ২২৭ রানে জেতে।
