shono
Advertisement
Babar Azam

'১০০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন...', শূন্যে আউট হতেই নিন্দুকদের খোঁচা বাবরকে

টানা ৭১ ইনিংসে কোনও সেঞ্চুরি করেননি পাক তারকা।
Published By: Prasenjit DuttaPosted: 11:40 AM Aug 11, 2025Updated: 11:40 AM Aug 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে'তে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। সেখানে বাবর আজম তিন বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পাক তারকা।

Advertisement

এক নেটিজেন লেখেন, '১০০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন বাবর।' আরেক ইউজার লিখছেন, 'জিম্বাবোয়ে নেই, নেপাল নেই। তাই বাবর আজম পার্টি করতে পারলেন না।'

আরও একজন লিখছেন, 'বাবরের যখন ৪ হাজার ওডিআই রান, তখন তাঁর গড় ছিল ৬০-এর কাছাকাছি। এখন তাঁর গড় ৫৪। শচীন কখনওই ওয়ানডেতে ৫০-এর গড়ে ব্যাটিং করেননি। ১৪ হাজার রানের পর বিরাট কোহলির গড় ৫৭-র বেশি। এই নজির ক্রিকেট ইতিহাসে অন্যতম বিস্ময়কর নজির। তাই সেরার মুকুটটা সব সময় কোহলির মাথায় থাকবে।"

উল্লেখ্য, বাবর আজমের টানা ৭১ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই। তাঁর শেষ সেঞ্চুরিটি এসেছিল নেপালের বিপক্ষে, ২০২৩ সালের এশিয়া কাপে। সেই বাবরের ব্যাটে এখন হতশ্রী চেহারাই ফুটে উঠছে।

ম্যাচের নবম ওভারে জেডেন সিলসের বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান বাবর। আর তারপর রীতিমতো ট্রোলের শিকার তিনি। উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করেন পাকিস্তান ৭ উইকেটে করে ১৭১ রান। সেই ম্যাচ ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হারের পর নেটপাড়ায় বাবরকে নিয়ে মশকরায় মেতে ওঠেন নেটিজেনরা। তিনি ম্যাচের ওয়ানডে সিরিজের ফলাফল আপাতত ১-১। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে'তে ভরাডুবি হয়েছে পাকিস্তানের।
  • সেখানে বাবর আজম তিন বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন।
  • যা নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পাক তারকা।
Advertisement