সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬০ দিন পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটেছে মহম্মদ শামির। বাংলার হয়ে রনজিতে নেমেই আগুনে বোলিং করেছেন তারকা পেসার। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলেও আছেন মহম্মদ শামি। সদ্য সিএবি থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্টের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে শামির অন্তর্ভুক্তি ঘটেছে। দলকে নেতৃত্ব দেবেন সুদীপকুমার ঘরামি।
২৩ নভেম্বর বাংলার প্রথম ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। রাজকোটে হবে এই ম্যাচটি। সেই ম্যাচেও দেখা যাবে শামির বোলিং। রনজি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশকে হারিয়ে উদ্দীপ্ত লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল। দলে ফিরেছেন ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া অভিষেক পোড়েল। সেই ম্যাচে ৭ উইকেট তোলার পর, এই ম্যাচেও শামির বোলিং দেখার জন্য উৎসুক ক্রিকেটভক্তরা।
মধ্যপ্রদেশ ম্যাচের পরই জল্পনা শুরু হয়, বর্ডার গাভাসকর ট্রফির দলে ঢুকে যেতেন পারেন তিনি। কিন্তু সেটা যে হচ্ছে না, তা ক্রমে স্পষ্ট হয়ে যায়। বরং নির্বাচকরা শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে। অর্থাৎ এখনও পর্যাপ্ত সময় আছে। সব ঠিক থাকলে সেই টেস্টের আগে শামির ভারতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলা দল: সুদীপকুমার ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক চট্টোপাধ্যায়, শাকির হাবিব গান্ধী, রনজ্যোত সিং খাইর্যা, প্রয়াস রায় বর্মণ, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সূরয সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক সেন, সৌম্যদীপ মণ্ডল।