ভারত: ১ (রাহুল ভেকে)
মালয়েশিয়া: ১ (জোশুয়ে)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাবছর জয়ের দেখা পায়নি ভারত। একই অবস্থা কোচ মানোলো মার্কেজের। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেননি কোচ মানোলো মার্কেজ। মালয়েশিয়ার বিরুদ্ধে বছরের শেষ ম্যাচে কী হয়, তার দিকে মুখিয়ে ছিল দেশের ফুটবলভক্তরা। চোট সারিয়ে দশ মাস পর মাঠে ফিরলেন সন্দেশ ঝিঙ্ঘান। তিনি ফিরলেও জয়ের রাস্তাতে ফিরতে পারল না ব্লু টাইগার্সরা। মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ শেষ হল ১-১ গোলে।
তার নেপথ্যে রয়েছে গুরপ্রীত সিংয়ের মারাত্মক ভুল। শুরুটা অবশ্য খারাপ করেনি মার্কেজের দল। বরং গোটা ম্যাচ জুড়েই সুযোগ তৈরি করেছিলেন ছাংতেরা। কিন্তু তাল কাটল ১৯ মিনিটে। মাঝমাঠ থেকে ভেসে আসা নিরীহ একটা বল নিয়ে বিপদ বাড়ালেন ভারতের গোলকিপার। বক্স থেকে অনেকটা উপরে উঠে এসে ক্লিয়ার করতে গেলেন। কিন্তু নাগাল পেলেন না। পিছন থেকে ছুটে আসা মালয়েশিয়ার পাউলো জোশুয়ে অনায়াসে গোল করে গেলেন। এত সহজ সুযোগ তিনি কখনও পেয়েছেন কিনা সন্দেহ। অবশ্য গুরপ্রীতের গণ্ডগোলের আগেই আপুইয়ার ভুলের ফলে গোলের সুযোগ এসেছিল মালয়েশিয়ার কাছে। সেখান থেকে নিশ্চিত পতন বাঁচান আনোয়ার আলি।
সেই ভুলের প্রায়শ্চিত্ত হল ৩৯ মিনিটে। ব্র্যান্ডনের অসাধারণ কর্নার থেকে ভেসে আসা বল জালে জড়িয়ে দিলেন রাহুল ভেকে। হাফটাইমে খেলার ফলাফল ছিল ১-১। স্বাভাবিকভাবেই আশা করা গিয়েছিল হায়দরাবাদের গাচিবোলি স্টেডিয়ামে জয়ের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন ইরফান ইয়াদওয়াদরা। চেষ্টার কোনও ত্রুটি ছিল না। কিন্তু ঘাটতি থেকে গেল ফিনিশিংয়ে। বহু চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের ধারেকাছেও পৌঁছতে পারল না ভারত। মাঝমাঠেও গলদ প্রচুর। পরের দিকে মনবীরদের নামিয়েও কাজের কাজ হয়নি। বরং ম্যাচের শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ এসে গিয়েছিল মালয়েশিয়ার কাছে। সেটা কাজে লাগাতে পারলে আরও একটা ম্যাচ হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হত সন্দেশদের। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল রইল ১-১। সেই সঙ্গে মানোলো এবং ভারতের ফুটবল ভক্তদের জন্য রইল একরাশ চিন্তা।