দু'বছর আগের কথা। রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন মহম্মদ সিরাজ। সেই তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য। দলে জায়গা করে নিয়েছেন জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা। কিন্তু জায়গা পাননি বহু যুদ্ধের নায়ক সিরাজ। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই ভারতীয় পেসারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়া নিয়ে সিরাজ বলেন, "দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০ ওভার বোলিং করেছিলাম। পাঁচ দিন ধরে চলেছিল সেই টেস্ট। যখন নিয়মিত টেস্ট খেলতে হয়, তখন ওয়ার্কলোড বড় ভূমিকা নেয়। তাই বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে তরতাজা হয়ে চেনা ছন্দে বোলিং করা যায়।"
তিনি আরও বলেন, "গত বিশ্বকাপে খেলেছিলাম। এবার পাইনি। প্রত্যেক ক্রিকেটারের কাছেই বিশ্বকাপ খেলাটা স্বপ্ন থাকে। দেশের হয়ে খেলার চেয়ে আর কিছু ভালো হতে পারে না। আমাদের দল খুবই শক্তিশালী। দলের জন্য শুভেচ্ছা রইল। দেশেই যেন ট্রফিটা থাকে।" এখন দেখার তাঁর অনুপস্থিতিতে কেমন খেলেন অর্শদীপ কিংবা হর্ষিত।
অন্যদিকে, ওয়ানডে’তে লাগাতার ব্যর্থ হচ্ছেন রবীন্দ্র জাদেজাও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে তাঁর রান সংখ্যা ৪ এবং ২৭। বল হাতেও তাঁর পারফরম্যান্স আহামরি নয়। কিউয়িদের বিরুদ্ধে দু’টি ম্যাচে এখনও উইকেট শূন্য তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ইনিংসে পেয়েছিলেন মাত্র ১টি উইকেট। যদিও জাদেজাকে নিয়ে বিশেষ চিন্তিত নন। তাঁর মতে, একটা উইকেট পেলেই পরিস্থিতি বদলে যাবে।
