shono
Advertisement
Mohammed Siraj

আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম করছেন? কবিতায় উত্তর দিলেন সিরাজ

দিন কয়েক আগে জানাই ভোঁসলের সঙ্গে ক্রিকেটার মহম্মদ সিরাজের ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়।
Published By: Arpan DasPosted: 02:45 PM Jan 27, 2025Updated: 03:08 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম করছেন মহম্মদ সিরাজ? সম্প্রতি জানাই ভোঁসলের জন্মদিনের পার্টিতে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ছবি দেখে জল্পনার পালে হাওয়া লাগে। কিন্তু সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে দিলেন দুজনেই। কোনও প্রেমকাহিনি নেই তাঁদের মধ্যে। বরং দুজনের সম্পর্ক ভাই-বোনের মতো। সোশাল মিডিয়ায় রীতিমতো কবিতা লিখে সেকথা জানিয়ে দিলেন সিরাজ।

Advertisement

সদ্য তেইশে পা রেখেছেন জানাই। পরিচালক সন্দীপ সিংয়ের ‘দ্য প্রাইড অফ ভারত- ছত্রপতি শিবাজি মহারাজ’ ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন আশা ভোঁসলের নাতনি। চলতি বছরেই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি তাঁর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন সিরাজ। আর সেখানেই জ্বলজ্বল করছে জানাই ভোঁসলের সঙ্গে ক্রিকেটার মহম্মদ সিরাজের ছবি। তারপরই নেটপাড়ার চর্চায় আসে সিরাজের সঙ্গে জানাইয়ের রসায়ন।

আর ঠিক সেই ছবিটাই ইনস্টাগ্রামে স্টোরি দিলেন জানাই। সঙ্গে লিখলেন, 'আমার ভালোবাসার ভাই'। সেই ছবিটা আবার নিজের স্টোরিতেও দিলেন সিরাজ। সঙ্গে হিন্দিতে একটি কবিতাও লেখেন। যার বাংলা অনুবাদ অনেকটা এরকম, 'আমার বোনের মতো আর কোনও বোন হয় না। ওকে ছাড়া আমি থাকব কী করে? অসংখ্য তারার মধ্যে যেমন চাঁদ থাকে। আমার বোনও তেমনই হাজার জনের মধ্যে একজন।'

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি মহম্মদ সিরাজ। বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ ম্যাচে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। তবে এটাও ঠিক যে, যথেষ্ট রান দিয়েছেন। বুমরাহর অনুপস্থিতিতে বিকল্প হয়ে উঠতে পারেননি। রোহিত শর্মার মতে, পুরনো বলে ততটাও কার্যকরী নন সিরাজ। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে না তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি জানাই ভোঁসলের জন্মদিনের পার্টিতে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ছবি দেখেই তাঁদের প্রেমের জল্পনার পালে আরও হাওয়া লাগে।
  • কিন্তু সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে দিলেন দুজনেই। কোনও প্রেমকাহিনি নেই তাঁদের মধ্যে।
  • বরং দুজনের সম্পর্ক ভাই-বোনের মতো। সোশাল মিডিয়ায় রীতিমতো কবিতা লিখে সেকথা জানিয়ে দিলেন সিরাজ।
Advertisement