সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি তিনি। মহম্মদ সিরাজের বাদ পড়ার নেপথ্যে যুক্তি দেওয়া হয়েছিল, 'পুরনো বলে' তাঁর ব্যর্থতা। আর সেই যুক্তি দিয়েছিলেন খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবার পরিসংখ্যান দিয়ে পালটা দিলেন সিরাজ।

এর আগে এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট তুলে নায়ক হয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু রোহিত শর্মার মত ছিল, পুরনো বলে ততটাও কার্যকরী নন সিরাজ। তবে এই মত মানতে রাজি নন সিরাজ নিজেই। আইপিএলের ঠিক আগেই তিনি জানালেন, "গত বছরে পেসারদের মধ্যে আমিই পুরনো বলে সবচেয়ে বেশি উইকেট পেয়েছি। আমার ইকোনমি রেটও কম। সংখ্যাই আমার হয়ে কথা বলছে। আমি নতুন বা পুরনো বল, দুটোতেই ভালো বল করতে পারি।"
সিরাজের আরও বক্তব্য, "দল নির্বাচন আমার হাতে নেই। আমার হাতে শুধু ক্রিকেট বল আছে। আমার পক্ষে যতটা সম্ভব, আমি করব। কী দল নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে ভেবে নিজের উপর চাপ বাড়াতে চাই না। আমি শুধু নিজের পারফরম্যান্সে ফোকাস করতে চাই।" তবে ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন তিনি। সিরাজ বলেন, "আমার মাথায় এখন ঘুরছে ইংল্যান্ড সফর ও এশিয়া কাপ। কিন্তু সেটা নিয়ে বাড়তি কিছু ভাবছি না। আমার আপাতত লক্ষ্য গুজরাটের হয়ে আইপিএলে ভালো খেলা ও ট্রফি জেতা।"
উল্লেখ্য, বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ ম্যাচে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। তবে এটাও ঠিক যে, যথেষ্ট রান দিয়েছেন। বুমরাহর অনুপস্থিতিতে বিকল্প হয়ে উঠতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছিলেন, “বল পুরনো হয়ে গেলে সিরাজের ধার অনেকটাই কমে যায়। আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আমরা তিনজন পেসার নিচ্ছি। তার সঙ্গে আমাদের অলরাউন্ডারও দরকার। খুব দুর্ভাগ্যজনক যে সিরাজকে বাদ দিতে হচ্ছে।”