shono
Advertisement

Breaking News

MS Dhoni

ভালো খেলার সঙ্গে কি প্রচারও প্রয়োজন? সপাট জবাব সোশাল মিডিয়ায় 'নীরব' ধোনির

ধোনি সোশাল মিডিয়া থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তা আজও একই রকম।
Published By: Arpan DasPosted: 08:15 PM Dec 31, 2024Updated: 08:15 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ধোনি। টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি- অধিনায়ক হিসেবে সবই জিতেছেন তিনি। পাঁচটি আইপিএল ট্রফিও রয়েছে তাঁর নামে। আজও তিনি মাঠলে 'মাহি মার রাহা হ্যা'-র স্লোগান ওঠে। অথচ নেটদুনিয়া থেকে একেবারেই দূরে তিনি। স্বয়ং ধোনি বলছেন, ভালো ক্রিকেট খেললে প্রচারের দরকার পড়ে না।

Advertisement

বিরাট কোহলির মতো তারকার কোটি-কোটি ভক্ত রয়েছে। ইনস্টাগ্রামে ধোনিরও ভক্তসংখ্যা নেহাত কম নয়। প্রায় ৫ কোটি ফলোয়ার্স রয়েছে তাঁর। কিন্তু ইনস্টাগ্রামে ক্রিকেট সম্পর্কিত শেষ দুটি পোস্ট হল ২০২০ সালে নিজের অবসর ও চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সোশাল মিডিয়ায় একেবারেই আসেন না তিনি। সেই কথাটাই ফের জানালেন 'থালা'।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ধোনি বলেন, "আমি সোশাল মিডিয়ার একেবারেই ভক্ত নই। যদিও আমার বেশ কয়েকজন ম্যানেজার ছিলেন। তাঁরা আমাকে বারবার প্রচারের জন্য বলতেন। আমি খেলা শুরু করি ২০০৪ সালে। টুইটার তারপর জনপ্রিয় হয়। ইনস্টাগ্রাম আসে তার পরে। আমার সব ম্যানেজাররাই বলতেন, 'তোমার কিছুটা প্রচার করা উচিত। এভাবে করো, ওভাবে করো'। আর আমি প্রতিবার একটাই উত্তর দিয়েছি, যদি তুমি ভালো ক্রিকেট খেলো, তাহলে প্রচারের দরকার পড়বে না।"

সেটাই করে এসেছেন ধোনি। রেকর্ড ও পরিসংখ্যান তাঁর হয়েই কথা বলছে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আইপিএলে খেলেন তিনি। কে বলবে ৪৩ বছর বয়স! আজও ধোনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামলে সম্মিলিত কণ্ঠস্বরের তীব্রতা কান ঝালাপালা করে দেওয়ার মতো। গত আইপিএলে ধোনির মাঠে নামার মুহূর্তে দর্শক-ভক্ত-অনুরাগীদের সম্মিলিত শব্দব্রহ্ম ৯৫ ডেসিবেল ছুঁয়ে ফেলেছিল। এবারও যে ছবিটা বদলাবে না, সেটা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ধোনি। টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি- অধিনায়ক হিসেবে সবই জিতেছেন তিনি।
  • পাঁচটি আইপিএল ট্রফিও রয়েছে তাঁর নামে। আজও তিনি মাঠলে 'মাহি মার রাহা হ্যা'-র স্লোগান ওঠে।
  • অথচ নেটদুনিয়া থেকে একেবারেই দূরে তিনি। স্বয়ং ধোনি বলছেন, ভালো ক্রিকেট খেললে প্রচারের দরকার পড়ে না।
Advertisement