সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসে স্বমহিমায় ফিরলেন থালা। জানা গিয়েছে, আগামী ম্যাচ থেক ইয়েলো আর্মিকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। দলের কোচ স্টিফেন ফ্লেমিং জানান, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুই ভেঙে গিয়েছে। তাই এবারের আইপিএল অভিযান তাঁর জন্য শেষ। এহেন পরিস্থিতিতে দলের নেতৃত্বভার তুলে নিয়েছেন মাহি।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার সময়েই চোট পেয়েছিলেন রুতুরাজ। তাঁর কনুইয়ে আছড়ে পড়ে তুষার দেশপাণ্ডের শর্ট বল। প্রচণ্ড আঘাত লাগলেও সঙ্গে সঙ্গে ফের ব্যাটিং করেছিলেন। তারপরে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস- দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই ব্যাট করেছিলেন। তবে চেনা ছন্দে দেখা যায়নি রুতুরাজকে। ডান কনুইয়ে চোট নিয়েই ব্যাটিং-ফিল্ডিংয়ের ধকল সামলাচ্ছিলেন।
কিন্তু বৃহস্পতিবার চেন্নাইয়ের হেডকোচ ফ্লেমিং জানান, "গুয়াহাটির ম্যাচের পরেই রুতুরাজের হাতে এক্স রে করানো হয়। কিন্তু সেখান থেকে স্পষ্ট কিছু বোঝা যায়নি। হাতে ব্যথা নিয়েই রুতুরাজ খেলছিল। পরে এমআরআই করিয়ে আমরা জানতে পারি, ওর কনুই ভেঙেছে। এবারের আইপিএলে আর খেলতে পারবে না রুতুরাজ। আমাদের সকলেরই খুব খারাপ লাগছে।"
তারপরেই ফ্লেমিং জানান, "আমাদের দলে রয়েছেন একজন আনক্যাপড ক্রিকেটার-এম এস ধোনি। এবারের আইপিএলে তিনিই নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে।" এমন খবরে খুশি চেন্নাই ভক্তদের একাংশ। তবে অনেকেই হতাশ হয়ে পড়েছেন রুতুরাজের ছিটকে যাওয়ার খবরে। কারণ এবারের আইপিএলে চেন্নাইকে ভুগিয়েছে তাদের ব্যাটিং লাইন আপ। রুতুরাজ না থাকায় ব্যাটিং আরও দুর্বল হবে সেকথা বলাই বাহুল্য। তবে রুতুরাজের পরিবর্ত হিসাবে কাকে নেওয়া হবে দলে, এখনও সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি চেন্নাই।