সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ-বিদেশের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ ও টি-টেন লিগ নিয়ে বছর খানেক আগেই কড়া নিয়ম এনেছে আইসিসি। এবার তার কোপে পড়ল ন্যাশনাল ক্রিকেট লিগ। আমেরিকার এই লিগকে নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি। প্রথম একাদশে দেশীয় প্লেয়ারদের সংখ্যা নিয়ে নিয়ম না মানা-সহ একাধিক কারণে এই শাস্তির মুখে পড়তে হল এনসিএল-কে।
নিয়ম অনুযায়ী, কোনও দেশের ক্রিকেট লিগে অন্তত ৭ জন দেশীয় ক্রিকেটার খেলাতে হয়। কিন্তু আইসিসি-র বক্তব্য অনুযায়ী আমেরিকার লিগে এই নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হয়নি। একাধিকবার ৬-৭ বিদেশি প্লেয়ারকে খেলতে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া পিচ নিয়েও অভিযোগ রয়েছে। বিশেষ করে ড্রপ ইন পিচের অবস্থা এতটাই খারাপ যে পেসারদের স্পিন বল পর্যন্ত করতে হয়েছে, যাতে ব্যাটারদের চোট না লাগে।
এখানেই শেষ নয়। এর সঙ্গে জড়িয়ে গিয়েছে আমেরিকার অভিবাসন নিয়ম লঙ্ঘনের মতো সমস্যাও। অনেক ক্রিকেটারই এই লিগে অংশগ্রহণ করার জন্য উপযুক্ত স্পোর্টস ভিসা পাননি। যে ভিসার জন্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করতে হয়। এই ভিসা না থাকায় তাদের খরচ অনেক কমেছে ঠিকই, কিন্তু আইসিসিকে সামলাতে হচ্ছে আর্থিক ক্ষতি। এছাড়া লিগ চালানোর পদ্ধতি নিয়ে সমস্যা আছে।
সব মিলিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগের উপর নিষেধাজ্ঞার কোপ নেমে এসেছে। ভবিষ্যতে টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজন করতে পারবে না তারা। অথচ এনসিএলের প্রচারে ছিলেন ওয়াসিম আক্রম, ভিভিয়ান রিচার্ডসের মতো তারকারা। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকররা এই লিগের অংশীদার হয়েছিলেন। উল্লেখ্য, ১ ডিসেম্বর আইসিসি-র চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন। তার ১০ দিনের মধ্যেই কড়া পদক্ষেপ নিল আইসিসি।