সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে লবডঙ্কা! বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপ, সবেতেই শূন্য পাবে পাকিস্তান। তবে হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে সাফল্যের ধারা অব্যাহত তাদের। ফাইনালে কুয়েতকে তারা ৪৩ রানে হারিয়েছে। এরপর হার্দিককে নকল করে ট্রফি জয়ের সেলিব্রেশন পাকিস্তানের। আর তাতে সোশাল মিডিয়ায় তাঁদের নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছে।
প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে পাক দল। আবদুল সামাদ করেন ৪২ রান। ১১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক আব্বাস আফ্রিদি। জবাবে শুরুটা ভালো করলেও ৫.১ ওভারে ৯২ রানে অল আউট হয়ে যায় প্রথমবার এই প্রতিযোগিতা খেলতে নামা কুয়েত।
চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেটাররা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন। এমনকী হার্দিক পাণ্ডিয়াকে নকল করে মহম্মদ শেহজাদকে সেলিব্রেশন করতে দেখা যায়। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পিচের মধ্যে ট্রফি রেখে সেলিব্রেট করেছিলেন ভারতীয় অলরাউন্ডার। একই কায়দায় সেলিব্রেট করেন শেহজাদ। এরপরেই রীতিমতো ট্রোলড হতে হয় পাকিস্তান দলকে।
কেউ কেউ বলছেন, 'দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে পাকিস্তান।' এক নেটিজেন আবার বলছেন, 'দেখে তো মনে হচ্ছে যেন বিশ্বকাপ জিতেছে।' আরেক নেট নাগরিকের কথায়, 'ভাই, কুছ তো শরম করো' (একটুও কি লজ্জাশরম নেই!)। উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চে পাণ্ডিয়া তো বটেই, সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ক্রান্তি গৌড়ও একই কায়দায় সেলিব্রেশন করেছিলেন। এক নেটিজেন সেই কথাই মনে করিয়ে দিয়ে চারটে ছবি একসঙ্গে কোলাজ করে লেখেন, 'এটাই পাকিস্তানের ক্রিকেট এবং তাদের খেলোয়াড়দের মান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।'
