সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের গ্রহে চলে গেলেন আরও এক তারকা। গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান। বর্তমান প্রজন্মের সেরা টি-২০ ব্যাটারদের মধ্যে অন্যতম এই বিস্ফোরক ক্যারিবিয়ান ব্যাটার। সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ জার্সিকে বিদায় জানালেন তিনি।
দিনকয়েক আগে এভাবেই সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হেনরিখ ক্লাসেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। এবার সেই একই পথ বেছে নিয়েছেন ২৯ বছর বয়সি পুরানও। ক্রিকেট কেরিয়ারের মধ্যগগনে থেকেও জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়ে আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মন দেবেন তিনি।
সোমবার রাতে ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি দিয়ে পুরান জানান, 'অনেক ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট আমার অত্যন্ত ভালোবাসার জায়গা। অনেক আনন্দ, স্মৃতি দিয়েছে এই ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। মেরুন জার্সি পরে মাঠে নেমে জাতীয় সঙ্গীত গাওয়া-বলে বোঝাতে পারব না এটা আমার জন্য কতবড় সৌভাগ্য। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার কথাও কখনও ভুলব না।'
আবেগঘন বার্তার শেষে সতীর্থ, ভক্ত, পরিবার, বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়েছেন পুরান। সেই সঙ্গে জানিয়েছেন, অবসর নিলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা এতটুকু ফিকে হবে না। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন পুরান। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবচেয়ে বেশি টি-২০ খেলার নজির রয়েছে পুরানের। ১০৬টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি। আগামী দিনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখা যাবে পুরানকে। কেরিয়ারের মাঝপথেই ক্রিকেটাররা যেভাবে জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন, তাতে প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক ক্রিকেট বেঁচে থাকবে তো?
