shono
Advertisement
Champions Trophy

প্রস্তুতি ম্যাচ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, মেগা টুর্নামেন্টের আগে কতটা তৈরি রোহিতরা?

শোনা গিয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে হয়তো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 11:24 PM Feb 12, 2025Updated: 11:24 PM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। তার আগে মরুশহরেই প্রস্তুতি নেবেন রোহিত শর্মারা। কিন্তু মেগা টুর্নামেন্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না মেন ইন ব্লু। ইংল্যান্ড সিরিজের পরই সোজা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমে পড়বে ভারত। ফলে প্রশ্ন উঠছে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কি টুর্নামেন্টে নামছেন বিরাট কোহলিরা?

Advertisement

শোনা গিয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে হয়তো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচও তাদের বিরুদ্ধেই। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। চলতি মাসের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে প্রস্তুতি ম্যাচগুলি। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছবে ১৫ ফেব্রুয়ারি। কিন্তু ম্যাচ খেলে আর প্রস্তুতি সারবেন না রোহিতরা। প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড,অস্ট্রেলিয়াও।

বিসিসিআই সূত্রে খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় দল। তাই আলাদা করে আর ম্যাচ খেলে তৈরি হওয়ার দরকার নেই। কিন্তু প্রশ্ন উঠছে, আদৌ কি মেগা টুর্নামেন্টে নামার জন্য পুরোপুরি তৈরি মেন ইন ব্লু? জশপ্রীত বুমরাহর মতো বড় ভরসাকে বাদ দিয়ে নামতে হবে রোহিত ব্রিগেডকে। হর্ষিত রানা কি পারবেন বুমরাহর অভাব মেটাতে?

সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্স অবশ্য আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। তিনটি ম্যাচে ৬টি উইকেট পেয়েছেন হর্ষিত। সিরিজে দুটি উইকেট পেলেও পুরোদমে বল করেছেন মহম্মদ শামি। ভালো বোলিং করেছেন হার্দিক পাণ্ডিয়াও। ভরসা জুগিয়েছেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। শেষ মুহূর্তে দলে ঢুকে পড়া বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব অবশ্য কেমন পারফর্ম করবেন, সেই নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

তুলনায় ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী দেখাচ্ছে ভারতের। ইংল্যান্ড সিরিজে ফর্ম ফিরে পেয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত এবং শুভমান গিল। শেষ ম্যাচে চেনা ছন্দে দেখা গিয়েছে বিরাটকেও। গোটা সিরিজে ধারাবাহিকভাবে রান এসেছে শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে। অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারের উপর দিকে তুলে আনার পরিকল্পনাও সফল। সবমিলিয়ে, ইংল্যান্ড সিরিজ থেকে শক্তি বাড়িয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারত।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিসিসিআই সূত্রে খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় দল।
  • ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছবে ১৫ ফেব্রুয়ারি। কিন্তু ম্যাচ খেলে আর প্রস্তুতি সারবেন না রোহিতরা।
  • ইংল্যান্ড সিরিজে ফর্ম ফিরে পেয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত এবং শুভমান গিল। শেষ ম্যাচে চেনা ছন্দে দেখা গিয়েছে বিরাটকেও।
Advertisement