shono
Advertisement
Mumbai Indians

ব্যাটে-বলে দুর্দান্ত, দলে সমন্বয় রক্ষাই চ্যালেঞ্জ মুম্বইয়ের, একনজরে শক্তি-দুর্বলতা

খাতায়কলমে মুম্বই ইন্ডিয়ান্স দলের মধ্যে খেতাবজয়ের মতো রসদ রয়েছে।
Published By: Subhajit MandalPosted: 08:04 PM Mar 15, 2025Updated: 08:36 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ মুম্বই ইন্ডিয়ান্স

Advertisement

আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি মুম্বই। তবে গত কয়েকটা মরশুম ভালো যায়নি 'এমআই পল্টন'দের। বিশেষ করে গত মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। তবে এ মরশুমে শক্তি বাড়িয়ে নতুন করে চেনা মেজাজে ফেরার চেষ্টায় মুম্বই।

স্কোয়াড: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, শ্রীজিত কৃষ্ণণ, বেভন জন জ্যাকবস, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, ভিগনেশ পুথুর, করবিন বসচ, ট্রেন্ট বোল্ট, কর্ণ শর্মা, দীপক চাহার, অশ্বিনী কুমার, রিস টপলি, ভেঙ্কট সত্যনারায়ণ পেনমেৎসা, অর্জুন তেণ্ডুলকর, মুজিব উর রহমান।

শক্তি: খাতায়কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহর মতো প্রথম সারির চার ভারতীয় তারকা আর কোনও দলে নেই। এরা প্রত্যেকেই ম্যাচ উইনার। এর বাইরেও ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, দীপক চাহাররা কম যান না। ব্যাটিং বিভাগে মুম্বইয়ের প্রথম ৬ ব্যাটারের যে কোনও একজন ফর্মে থাকলেও ম্যাচ ঘুরতে পারে। আবার পেস বিভাগও টুর্নামেন্টের অন্যতম সেরা। ওয়াংখেড়েকে নিজেদের দুর্গ বানিয়ে ফেলার ক্ষমতা আছে এই মুম্বইয়ের।

দুর্বলতা: রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসাবে অপরীক্ষিত রিকেলটন বা রবিন মিঞ্জকে খেলাতে হচ্ছে মুম্বইকে। সেটা কিছুটা চিন্তার হতে পারে। আবার সূর্যলুমার যাদবের ফর্মও চিন্তার কারণ হতে পারে। স্পিন বিভাগে সেভাবে গভীরতা নেই মুম্বইয়ের। ভালো মানের দেশি স্পিনার না থাকাটা ভোগাবে হার্দিকদের। দলে একাধিক মহাতারকার উপস্থিতি অনেক সময় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। যেটা গতবছর মুম্বইয়ের সঙ্গে হয়েছিল। এবার সেই ঘটনার পুরনরাবৃত্তি এড়ানোটা বিরামট চ্যালেঞ্জ মুম্বইয়ের। তাছাড়া বুমরাহর ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে।

সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা
রায়ান রিকেলটন
তিলক বর্মা
সূর্যকুমার যাদব
উইল জ্যাকস
হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক)
নমন ধীর
মিচেল স্যান্টনার
দীপক চাহার
ট্রেন্ট বোল্ট
জসপ্রীত বুমরাহ

ইমপ্যাক্ট প্লেয়ার:
রবিন মিঞ্জ, কর্ণ শর্মা


এক্স ফ্যাক্টর: হার্দিক পাণ্ডিয়া। অধিনায়ক হার্দিক নিজে সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারদের অন্যতম। যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি। তবে হার্দিকের আসল চ্যালেঞ্জ অধিনায়কত্ব।

সম্ভাবনা: মুম্বই ইন্ডিয়ান্স দলের মধ্যে খেতাবজয়ের মতো রসদ রয়েছে। তবে সবটাই নির্ভর করছে হার্দিকের অধিনায়কত্ব এবং দলের সিনিয়র তারকাদের মানসিকতার উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাতায়কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্স।
  • রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহর মতো প্রথম সারির চার ভারতীয় তারকা আর কোনও দলে নেই।
  • এর বাইরেও ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, দীপক চাহাররা কম যান না।
Advertisement