সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের অবসরে গোটা ক্রিকেট সমাজ যখন স্তম্ভিত, যখন দেশ-বিদেশের ক্রিকেট মহাতারকারা ঘটনার আকস্মিকতায় আবেগী হয়ে পড়ছেন, তখন সুনীল মনোহর গাভাসকর ঈষৎ বিরক্তই। গাভাসকর বিরক্ত, অশ্বিনের অবসরের 'টাইমিং' নিয়ে। সিরিজের মাঝপথে অবসর কেন? অশ্বিনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে বিরক্তি প্রকাশ করলেন গাভাসকর।
আসলে বর্ডার-গাভাসকর সিরিজের মাঝখানে ভারতীয় অফস্পিনারকে অবসর নিতে দেখে পছন্দ হয়নি গাভাসকরের। লিটল মাস্টার বলে দিচ্ছেন, এভাবে সিরিজের মাঝপথে দল না ছেড়ে বর্ডার-গাভাসকর সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল 'অ্যাশে'র। গাভাসকর সম্প্রচারকারী সংস্থায় বলে দিয়েছেন, "অশ্বিন বলতে পারত যে, শোনো এই সিরিজ শেষ হলে আমি আর ভারতের হয়ে খেলব না। এতে কী হয়, টিমের একজন প্লেয়ার কমে যায়। আসলে নির্বাচক কমিটি অনেক ভেবেচিন্তে একটা সফরের দল নির্বাচন করে। "
গাভাসকর মনে করছেন, সিডনিতে অশ্বিনের দরকার পড়তে পারতে ভারতীয় দলের। তিনি বলছেন, "সিডনিতে স্পিনাররা পিচ থেকে ভালোমতো সাহায্য পেয়ে থাকে। ভারত দু'জন স্পিনার নিয়ে খেলতেই পারে। কে বলতে পারে, অশ্বিন সেখানে খেলত না? সাধারণত সকলেই সিরিজের শেষে অবসর নিয়ে থাকেন। এভাবে মাঝপথে অবসর নেওয়াটা অস্বাভাবিক।" ২০১৪-১৫ বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে এভাবেই অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। মাহির সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন গাভাসকর।
দরকার না হলে আমাকে ছেড়ে দাও। রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় পৌঁছতেই স্পষ্ট এই কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অধিনায়কের অনুরোধেই কিছুটা দেরি করে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তারকা স্পিনার। রোহিতের নিজের কথাতেই সে কথা জানা গিয়েছে। তাতেই আরও জোরালো হচ্ছে গাভাসকরের প্রশ্ন।