shono
Advertisement
Champions Trophy

আইসিসিকে ফের নতুন শর্ত পাকিস্তানের! কবে শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ডামাডোল?

হাইব্রিড মডেলে সবপক্ষ রাজি হওয়ার পর থেকেই একের পর এক শর্ত চাপানো শুরু হয়েছে পাক বোর্ডের তরফ থেকে, খবর সূত্রের।
Published By: Anwesha AdhikaryPosted: 09:31 AM Dec 10, 2024Updated: 09:31 AM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটছে না। সূত্রের খবর, আইসিসিকে ফের নতুন করে শর্ত দিয়েছে টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। শোনা গিয়েছিল, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নিমরাজি হয়েছে পিসিবি। কিন্তু তার পরেও একের পর এক শর্ত চাপানো হচ্ছে তাদের তরফে।

Advertisement

পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত। অন্যদিকে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না। সবমিলিয়ে ডামাডোল অব্যাহত থাকে। এহেন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যান হিসেবে প্রথমবার দুবাইয়ের অফিস পরিদর্শনে যান জয় শাহ। সেখানে পাকিস্তান এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেন। তার পরেই সূত্র মারফত জানা যায়, সবপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে।

হাইব্রিড মডেলে সবপক্ষ রাজি হওয়ার পর থেকেই একের পর এক শর্ত চাপানো শুরু হয়েছে পাক বোর্ডের তরফ থেকে। সূত্রের খবর, প্রথমে পিসিবির দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত। কিন্তু ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের দাবি মানতে রাজি হয়েছে বিসিসিআই। যদিও পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও তরফেই কিছু জানানো হয়নি।

এহেন পরিস্থিতিতে পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গে জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আত্মসম্মান বজায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। পরে নকভি বলেন, টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরেই সূত্র মারফত শোনা যাচ্ছে, হাইব্রিড মডেলের জন্য নতুন শর্ত চাপাচ্ছে পাক বোর্ড। তাদের দাবি, আইসিসিকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যেন ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজিত টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি পায় পাকিস্তান। তবে আগামীকালের মধ্যেই এই জট কেটে যাবে বলে দাবি আইসিসি সূত্রের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত। অন্যদিকে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না।
  • প্রথমে পিসিবির দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে।
  • টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
Advertisement