shono
Advertisement
Mohsin Naqvi

পাক প্রধানমন্ত্রীর নামই ভুল লিখলেন নকভি, পরক্ষণেই বন্ধ এক্স হ্যান্ডেল! হাসির রোল নেটদুনিয়ায়

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম শাহবাজ শরিফ। সেই নাম নকভির আঙুলের খোঁচায় বদলে গেল। সেখানে শাহবাজ শরিফ হয়ে গেলেন 'মিয়া মহম্মদ নাওয়াজ শরিফ'।
Published By: Prasenjit DuttaPosted: 07:40 PM Jan 26, 2026Updated: 07:40 PM Jan 26, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ কি খেলবে পাকিস্তান? নাকি বাংলাদেশের মতো তারাও বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকবে? আইসিসি বাংলাদেশকে 'ঘাড়ধাক্কা' দেওয়ার পর থেকে এই জল্পনা বেড়েছে। সোমবারই এ নিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফলাও করে বৈঠক সেরেছেন পিসিবি প্রধান মহসিন নকভি। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু এসব কিছু ঘটাতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামই ভুল করে বসলেন নকভি।

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম শাহবাজ শরিফ। সেই নাম নকভির আঙুলের খোঁচায় বদলে গেল। সেখানে শাহবাজ শরিফ হয়ে গেলেন 'মিয়া মহম্মদ নাওয়াজ শরিফ'। এই ঘটনায় হাসির রোল নেটভুবনে। যদিও এর কিছুক্ষণ পর পিসিবি প্রধানের এক্স অ্যাকাউন্টে ক্লিক করলে দেখা যাচ্ছে 'অ্যাকাউন্ট উইথহেল্ড'। অর্থাৎ অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে।

 

অ্যাকাউন্ট স্থগিত হলেও ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন লিখছেন, 'মিটিং-টিটিং ছাড়ুন, আগে তো নিজের দেশের প্রধানমন্ত্রীর নামটা ঠিক করে লিখুন।' আরেকজনের কথায়, 'অবাক হইনি। এমনই তো হওয়ার ছিল।' কেউ লিখেছেন, 'একেবারে অশিক্ষিতের মতো কাজ!'

প্রসঙ্গত, সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নকভি। বৈঠক শেষে তিনি এক্স হ্যান্ডেলে জানান, অত্যন্ত ইতিবাচক কথাবার্তা হয়েছে। সবকিছু বিবেচনা করেই সমস্যা সমাধানের পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। শাহিন আফ্রিদিরা আদৌ আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না, তা জানানো হবে আগামী শুক্রবার অথবা আগামী সপ্তাহের সোমবার। নকভি আগেই জানিয়েছিলেন, দল ঘোষণার অর্থ এই নয় যে টুর্নামেন্টে অংশ নিতে রাজি পাকিস্তান। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শাহবাজ শরিফের সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement