shono
Advertisement
Jasprit Bumrah

'টেনেটুনে ছ’মাস সময় দেওয়া হয়েছিল', গুয়াহাটিতে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক বুমরাহ

দলে ফিরেই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটে কেন তিনি অপরিহার্য। গুয়াহাটিতে ম্যাচের সেরা হয়ে সেই বুমরাহর মুখে 'দুঃখ-যন্ত্রণা'র কথা। 
Published By: Prasenjit DuttaPosted: 10:10 AM Jan 26, 2026Updated: 10:17 AM Jan 26, 2026

দলে ফিরেই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটে কেন তিনি অপরিহার্য। রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। নিন্দুকরা বলেছিলেন, টেস্টে তাঁকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন না। তাহলে কি টি-টোয়েন্টিতেও একইভাবে খেলানো হবে জশপ্রীত বুমরাহকে? গুয়াহাটিতে ম্যাচের সেরা হয়ে সেই বুমরাহর মুখে 'দুঃখ-যন্ত্রণা'র কথা। 

Advertisement

দিন কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূরণ করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বুমরাহ। ৩২ বছর বয়সি পেসার বলেন, "অসাধারণ একটা অনুভূতি এটা। ছোটবেলা থেকেই দেশের হয়ে খেলব, এই স্বপ্ন দেখতাম। সেখান থেকে দশ বছর দেশের হয়ে খেলছি। আমি কোনও অলরাউন্ডার নই, স্রেফ একজন বোলার। অনেক দুঃখ-যন্ত্রণা, নানান মন্তব্য, পরামর্শের পর এগিয়ে গিয়েছি। এই অনুভূতিতা সত্যিই দারুণ।"

বুমরাহর সংযোজন, "অনেকেই তো আমাকে বলে দিয়েছিলেন, বেশি দিন খেলতে পারব না। টেনেটুনে ছ'মাস সময় দেওয়া হয়েছিল আমায়। তাই এই যাত্রাপথ, দেশের হয়ে এতগুলো বছর খেলা আমার জন্য খুবই গর্বের। এটা মুখের কথা নয়। আশা করছি এই সফর এভাবেই চলতে থাকবে।" উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-টেস্টে একেবারে লেটার মার্কস নিয়ে পাশ করেছে গতবারের চ্যাম্পিয়ন মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। এই জয়ে বড় ভূমিকা পালন করেছেন বুমরাহ।

বুমরাহর কথায়, "দেশের হয়ে এতগুলো বছর খেলা আমার জন্য খুবই গর্বের। এটা মুখের কথা নয়। আশা করছি এই সফর এভাবেই চলতে থাকবে।" 

গত ম্যাচে বিশ্রামের পর তৃতীয় টি-টোয়েন্টিতে ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট পান বুমরাহ। টিম সেইফার্টকে (১২) বোল্ড করেন তিনি। মাঝের ওভারে বল করতে আসা নিয়ে তিনি বলেন, "হার্দিক এবং হর্ষিতকে দেখে বোঝার চেষ্টা করি এই পিচে কীভাবে বল করব। আমি উইকেটে বল রাখার চেষ্টা করেছি। কারণ, বল তখন নতুন ছিল না। আসলে দল যে ভূমিকায় দেখতে চাইবে, আমাকে সেই ভূমিকাতেই দেখা যাবে। এশিয়া কাপে পাওয়ারপ্লে-তে তিন ওভার বল করেছিলাম। এখন পরে বল করতে আসছি। সমস্ত চ্যালেঞ্জের জন্য তৈরি।" ৭ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুমরাহ-সহ গোটা ভারতীয় দলের দাপুটে পারফম্যান্সের পর খেতাব জয়ের আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement