shono
Advertisement
PCB

আশার থেকেও ১০০ কোটি বেশি আয়! চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে দাবি পাক বোর্ডের

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান, যুক্তি পিসিবির।
Published By: Arpan DasPosted: 12:21 PM Apr 09, 2025Updated: 12:21 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি কেটে গিয়েছে প্রায় মাস খানেক হল। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ সঙ্গে নিয়ে আইপিএলের জগতে ডুবেছেন দেশের ক্রিকেটভক্তরা। ওদিকে পাকিস্তান হারের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এর মধ্যে পাক বোর্ড বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে নাকি বিরাট করেছে আয় হয়েছে। এমনকী আশার থেকেও ১০০ কোটি টাকা আয় হয়েছে বলে দাবি তাদের।

Advertisement

বিষয়টা গড়িয়েছে পাকিস্তানের সংসদ পর্যন্ত। কেন বারবার ব্যর্থ হচ্ছে পাক দল, উঠেছে সেই প্রশ্ন। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়ে ব্যর্থ হয়েছেন বাবর-রিজওয়ানরা। তার উত্তরে পিসিবি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে মোট ৩০০ কোটি টাকা আয় হয়েছে। যা তাদের হিসেবের থেকেও ১০০ কোটি টাকা বেশি।

পিসিবির দাবি, "চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়েছে। এখানে কোনও বাড়তি খরচ বা অব্যবস্থা হয়নি। তবে কত টাকা আয় হয়েছে, সেটা আইসিসির বার্ষিক অডিটের পরই জানা যাবে।" পিসিবি আরও জানিয়েছেন করাচি, লাহোর ও রাওয়ালপিণ্ডির স্টেডিয়াম তৈরি করতে মোট ১৮০০ কোটি টাকা খরচ হয়েছে। তবে এখনও স্টেডিয়ামের নির্মাণকার্য পুরোপুরি শেষ হয়নি। সেটা শেষ হবে ২০২৬-এ।

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন ব্যর্থ হতে হল? পিসিবির যুক্তি, "প্রধান প্লেয়াররা গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়েছে। যার ফলে দলের ভারসাম্য ও পরিকল্পনা নষ্ট হয়েছে।" সেই সঙ্গে তাদের বক্তব্য, "নির্বাচন কমিটি ঘরোয়া ক্রিকেট, ফিটনেস ও আর্ন্তজাতিক ক্রিকেটের অভিজ্ঞতার ভিত্তিতে দল নির্বাচন করে। কোনও সিরিজের ব্যর্থতার খুঁটিনাটি পর্যবেক্ষণ করে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা হয়।" তবে ঘটনা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর নিউজিল্যান্ডেও পরিস্থিতি বদলায়নি। পর্যবেক্ষণের ফলাফল কী হল, সেটাও একটা প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফি কেটে গিয়েছে প্রায় মাস খানেক হল।
  • ওদিকে পাকিস্তান হারের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এর মধ্যে পাক বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে নাকি বিরাট করেছে লাভ করেছে।
  • এমনকী আশার থেকেও ১০০ কোটি টাকা আয় হয়েছে বলে দাবি তাদের।
Advertisement