shono
Advertisement
Champions Trophy

লাহোরের ঐতিহাসিক কেল্লায় চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান! রোহিত কি যাবেন?

রোহিত পাকিস্তানে যাবেন কিনা, সেই নিয়ে দুই দেশের বোর্ডই মুখে কুলুপ এঁটেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:25 PM Jan 30, 2025Updated: 10:43 AM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে কি আদৌ যাবেন রোহিত শর্মা? সেই নিয়ে বিস্তর জলঘোলা হলেও এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে শোনা যাচ্ছে, লাহোরের মাটিতেই মেগা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। কবে কী অনুষ্ঠান হবে, তার দিনক্ষণও নাকি চূড়ান্ত করে ফেলেছে পাক বোর্ড। কিন্তু রোহিত পাকিস্তানে যাবেন কিনা, সেই নিয়ে দুই দেশের বোর্ডই মুখে কুলুপ এঁটেছে।

Advertisement

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। আয়োজক পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে খেলবে নিউজিল্যান্ড। তবে ওই ম্যাচের আগে একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে পাক বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানের একাধিক স্টেডিয়াম ঢেলে সাজানো হচ্ছে। তার মধ্যে অন্যতম লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম। সূত্রের খবর, গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন হবে আগামী ৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে। তার চার দিন পরে করাচির স্টেডিয়াম উদ্বোধন করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

দুই স্টেডিয়াম উদ্বোধনের পরে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা বাজবে পাকিস্তানে। সম্ভবত ১৬ ফেব্রুয়ারি লাহোরে অধিনায়কদের সাংবাদিক সম্মেলন এবং ফটোশুট হতে পারে। ঐতিহাসিক লাহোর কেল্লার হুজুরি বাগে এই অনুষ্ঠান হতে পারে বলে জানা গিয়েছে। যদিও শোনা গিয়েছিল, ফটোশুট এবং সাংবাদিক সম্মেলন পাকিস্তান থেকে দুবাইয়ে সরিয়ে নিয়ে যেতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিসিআই। তবে সেরকমটা হচ্ছে কিনা, এখনও জানা যায়নি।

কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান হবে? নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের বদলে দুবাইয়ে টুর্নামেন্ট খেলবে ভারত। অধিনায়ক রোহিতকে কি পাকিস্তানে পাঠানো হবে? নাকি ভারতের পক্ষ থেকে অন্য কোনও প্রতিনিধিকে পাঠানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে? উত্তর অধরাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১৯ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ।
  • গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন হবে আগামী ৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে।
  • সম্ভবত ১৬ ফেব্রুয়ারি লাহোরে অধিনায়কদের সাংবাদিক সম্মেলন এবং ফটোশুট হতে পারে।
Advertisement