shono
Advertisement
Aussie cricketer

লড়াই শেষ, ফিল হিউজের স্মৃতি উসকে মৃত্যু উদীয়মান অজি ক্রিকেটারের

হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না।
Published By: Prasenjit DuttaPosted: 12:47 PM Oct 30, 2025Updated: 12:47 PM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল হিউজের মর্মান্তিক স্মৃতি আবারও ফিরল অস্ট্রেলিয়ায়। ঘাড়ে বল লেগে মৃত্যু হল অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার বেন অস্টিনের। অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাত লেগেছিল তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না।

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার এই শোকসংবাদ দেওয়া হয়েছে। একটি বিবৃতিতে লেখা হয়, 'ভ্যাল বেন অস্টিন। মঙ্গলবার নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার শিকার হয় ১৭ বছর বয়সি মেলবোর্নের এই ক্রিকেটার। সেই বেন অস্টিনের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া শোকাহত।' এই ঘটনায় ১১ বছর আগে ঘটে যাওয়া ফিল হিউজের মৃত্যুর স্মৃতি উসকে গিয়েছে অজি ক্রিকেট মহলে।

মেলবোর্নের ফার্নট্রি গালির অয়ালি টিউ রিজার্ভে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। ওই ম্যাচেই নামার আগে মঙ্গলবার বিকেলে ম্যাচের আগে ওয়ার্ম আপ করছিল সকলে। তখনই দুর্ঘটনা। ঘাড়ে বল লাগে তরুণ ক্রিকেটারের। সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। মেডিক্যাল সেন্টার নামক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু তাকে বাঁচানো গেল না।

বেন অস্টিন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবে খেলত। সবার আগে তার ক্লাবের তরফে এই মৃত্যুসংবাদ জানানো হয়। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, 'বেনের মৃত্যুতে আমরা মর্মাহত। ফার্নট্রি দলের পাশাপাশি সে মুলগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছে। তার মৃত্যু আমাদের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে।' জানা গিয়েছে, ক্রিকেট শুরুর আগে ওয়েভারলি পার্কের হয়ে সে ফুটবলও খেলেছিল।

উল্লেখ্য, ২০১৪ সালে এভাবেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে অজি ক্রিকেটমহল। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলাকালীন অজি পেসার শন অ্যাবটের বাউন্সার আছড়ে পড়ে অস্ট্রেলীয় ব্যাটার ফিল হিউজের ঘাড়ে। অজ্ঞান হয়ে মাঠ ছাড়েন তিনি। মাথার মধ্যেই প্রবল রক্তক্ষরণ হয়। দু’দিন ধরে কোমায় থাকার পরে তাঁর মৃত্যু হয়। উদীয়মান ক্রিকেটারের এমন আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। বেন অস্টিনেরের প্রয়াণে আবারও সেই মর্মান্তিক স্মৃতি ফিরল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফিল হিউজের মর্মান্তিক স্মৃতি আবারও ফিরল অস্ট্রেলিয়ায়।
  • ঘাড়ে বল লেগে মৃত্যু হল অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার বেন অস্টিনের।
  • অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাত লেগেছিল তার।
Advertisement